West Bengal Weather Update : শিবরাত্রিতে হাওয়া বদল, শীতের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস – temperature increases in kolkata and districts chances of rainfall on shivratri day


আবহাওয়ার ভোলবদল অব্যাহত। শুক্রবারের পর শনিবারও দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। জেলায় জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা। শিবরাত্রির দিন একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে শীতের বিদায়বেলায় এবার ভিজবে বাংলা।

Valentine’s Day Weather : ভ্যালেনটাইন্স ডে-র আগেই শীতের কামব্যাক, এক ধাক্কায় ৫ ডিগ্রি পারদ পতন

কোন কোন জেলায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বাকি বঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করল শনিবার থেকেই। রবিবার অর্থাৎ19 ফেব্রুয়ারী থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আর শীতের আমেজ বলে কিছু থাকবে না। রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌছে যাবে।

শনিবার সকাল পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশার প্রভাব রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে তাপমাত্রাও। বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতা শহরে নেই। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী মঙ্গলবারের মধ্যে এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে শহরে। রবিবার থেকে দিনের তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে জেলায় জেলায়। সকালের দিকে হালকা হিমেল পরশ অনুভূত হলেও ১৮ ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় শীতের আমেজ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। ১৯ ফেব্রুয়ারি থেকে শহরের দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ফলে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। অন্যদিকে বাড়বে রাতের তাপমাত্রাও। রবিবার থেকে রাতের তাপমাত্রাও ২০ ডিগ্রি অতিক্রম করবে।

West Bengal Weather Update : আলমারিতে কম্বল-সোয়েটার, রাজ্য থেকে পাততারি গোটাল শীত

ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, জেট স্ট্রিম রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এর অর্থ প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকায় দমকা হাওয়ার ঘূর্ণন চলবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তুষারপাত চলবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।

সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডে। আগামী পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *