ফিরহাদের বাড়িতে অরিজিৎ
অরিজিৎ সিংয়ের কনসার্টের (Arijit Singh Concert) রেশ যেন কাটছেই না কলকাতাবাসীর। তাঁর গাওয়া গানগুলি ছোট ছোট ভিডিয়ো লুপে শুনছেন সংগীতপ্রেমীরা। অন্যদিকে, রাজনীতিবিদরাও তাঁর ‘রং দে তু মোহে গেরুয়া’ গানের শেষে করা বক্তব্যগুলি নিয়ে কাটাছেড়ায় ব্যস্ত। তার মাঝেই রবিবাসরীয় সন্ধ্যায় বড় চমক। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে উপস্থিত হলেন অরিজিৎ সিং। মেয়রের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম ফেসবুকে শেয়ার করেছেন সেই ছবি। বাড়িতে আসা অতিথিকে নিয়ে আনন্দে উচ্ছ্বসিত মেয়র কন্যা।
ছবিতে দেখা যায়, সোফায় ফিরহাদ হাকিমের সঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন অরিজিৎ। তাঁর মাথায় তখনও সেই গেরুয়া ফেট্টি। মহানাগরিকের বাড়িরে অন্য সদস্যদের সঙ্গেও হাসিমুখে ছবি তুলেছেন গায়ক।
ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী লিখেছেন, “গত রাতের কনসার্টে অরিজিৎ সিংকে লাইভ শোনার ঘোর এখনও কাটেনি আমার। তার মধ্যেই এবার আমাদের বাড়িতে হাজির স্বয়ং গায়ক। তাঁর ব্যবহার ঠিক তাঁর গানের মতোই সপ্রতিভ।”
কটাক্ষ BJP-র
ইতিমধ্যেই ফিরহাদের বাড়িতে অরিজিতের উপস্থিতি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে BJP। সজল ঘোষ প্রিয়দর্শিনী হাকিমের পোস্ট করা ছবিটিগুলি নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে লিখেছেন, “গেরুয়া স্বামীজীর রং। এই কথাটা বলতেই কি ববি হাকিমের বাড়িতে উপস্থিত হতে হল স্বয়ং শ্রী অরিজিৎ সিং কে? এই না হলে আমার এগিয়ে বাংলা!”
গেরুয়া বিতর্কে প্রথমবার মুখ খোলেন অরিজিৎ
অ্যাকোয়াটিকার মঞ্চে ‘রং দে তু মোহে’ গেরুয়া গানটি গাওয়ার পরেই তাঁর মন্তব্য ছিল, “এই গান গাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা হল…। গেরুয়া তো সন্ন্যাসীদের রং, স্বামীজির রং। স্বামীজি যদি সাদা পরতেন তাহলেও কি এত বিতর্ক হত?” অরিজিতের প্রতিক্রিয়ার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য এই সময় ডিজিটালকে বলেন, “অরিজিৎ সিং যা বলেছেন সঠিক কথা বলেছেন। অকারণ একটি রং নিয়ে রাজনীতি করছিল BJP। গায়ক নিজের মতো করে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। মানুষ তা শুনেছেন।”