Arjun Singh : ‘অপরাধীদের রাজনীতির সিস্টেম থেকে সরাতে হবে…’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের – arjun singh controversial statement on shootout case at bhatpara municipality


Uttar 24 Pargana : অপরাধীদের রাজনীতির সিস্টেম থেকে সরাতে হবে – ভাটপাড়া তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় মন্তব্য সাংসদ অর্জুন সিংয়ের। দলে ‘এক্সিডেন্টাল’ ভিড় নিয়ে দুদিন আগেই সুর চড়িয়ে ছিলেন সাংসদ, এবার অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে সরব ব্যারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

রবিবারের ঘটনায় তাঁর মন্তব্য, “অপরাধীরা যতদিন ভিতরে না থাকবে, অপরাধীদের মনে যতক্ষণ ভয় না আসবে, ততক্ষণ এই ঘটনা ঘটতে থাকবে। কিছু করার নেই।”

Bhatpara Shootout : দুধ আনতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আসানসোলের পর শ্যুটআউট ভাটপাড়ায়
রবিবার সকালে ফের দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায়। তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পান ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি অশোক কুমার সাউ। চারজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ।

ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলির রবিবার সকালে হামলা চালানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
অভিযোগ, স্থানীয় আরমান-সহ চারজন বাইকে চেপে এসে অতর্কিতে হামলা চালিয়েছে।

গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, তদন্ত চলছে। প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। তদন্তের সাপেক্ষে এর থেকে বেশি এখনই কিছু বলা যাবে না।” অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “পুলিশ পুলিশের কাজ করছে। তদন্তের আগেই কিছু বলা যাবে সম্ভব নয়।” গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

South 24 Parganas News : মেলাকে কেন্দ্র করে অশান্তি, গুলি-বোমাবাজির অভিযোগ! নরেন্দ্রপুরের গ্রামে উত্তেজনা
রবিবার অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। আক্রান্ত অবস্থায় তাঁকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ।

অশোক এদিন জানান, তাঁর কাছে আগে থেকে খবর ছিল, তাঁর উপর আক্রমণ হতে পারে। মূলত এলাকায় দুষ্কৃতী রাজ কায়েম রাখতেই তাঁর উপর আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। গোটা ঘটনায় দুষ্কৃতীদের ধরতে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক বলে জানিয়েছেন তিনি। তবে দিনের বেলায় গুলি চালানোর এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।

Uttar 24 Pargana : মাঠ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! পাশে মিলল পিস্তল, চাঞ্চল্য ভাটপাড়ায়
উল্লেখ্য, আক্রান্ত ওয়ার্ড সভাপতির বাড়ি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডে। বাড়িতেই অশোক সাউয়ের একটি সাইবার ক্যাফে আছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে অশোক তাঁর বাড়ির পাশে বাজারে যাচ্ছিলেন।

তখনই তাঁর উপরে দুষ্কৃতীরা হামলা চালায়। ছয় রাউন্ড গুলি এবং একটি বোমা ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি অশোকের পিঠ ছুঁড়ে বেরিয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *