Bhatpara Shootout : দুধ আনতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আসানসোল-গোয়ালতোড়ের পর শ্যুটআউট ভাটপাড়ায় – bhatpara tmc leader injured in shoot out


Jagaddal Shootout: আসানসোল, গোয়ালতোড়ের পর এবার ভাটপাড়া। রবিবার সাত সকালে শ্যুটআউট উত্তর ২৪ পরগনায়। ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউয়ের উপর হামলা। তাঁকে লক্ষ্য করে বোমা-গুলি দুষ্কৃতীদের।

ভাটপাড়া শ্যুটআউট

এদিন সকালে ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলিতে ঘটে ঘটনাটি। রবিবার সকালে বাড়ি থেকে বেরোতেই হামলার মুখে পড়েন অশোক কুমার সাউ।

স্থানীয়দের দাবি, এদিন সকাল ৮-৪৫ নাগাদ থানার কাছে ১ নম্বর গলি দিয়ে একটি দোকানে দুধ আনতে যাচ্ছিলেন তৃণমূল নেতা। সেসময় গলির শেষ প্রান্তে মাহি ওয়ে রেস্টুরেন্টের কাছে আসতেই তাঁকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়া হয়। বোমাটি না ফেটে ড্রেনের মধ্যে পড়ে।

এখানেই শেষ নয়, এরপরই ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি বৃষ্টির মধ্যে একটি গুলি অশোকের পিঠ ফুঁড়ে বেরিয়ে যায় বলে খবর।

Asansol Shootout Case : ২ বন্দুকবাজের ছবি আঁকাচ্ছে সিআইডি

স্থানীয়রাই আক্রান্ত রক্তাক্ত অশোককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

অভিযোগ, আরমান-সহ চারজন বাইকে চেপে এসে অতর্কিতে হামলা চালায়। অশোক কুমার সাউকে লক্ষ্য করে প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই তৃণমূল নেতা। দুষ্কৃতীরা প্রত্যেকে মাস্ক পরে ছিলেন বলে দাবি স্থানীয়দের।

ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোষ্ঠী দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনও শত্রুতার কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে তদন্তকারীরা।

Bomb Blast : আমডাঙায় স্কুল সংলগ্ন দোকান লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়

আসানসোল শ্যুটআউট

শুক্রবার রাতে হাড়হিম করা ঘটনা ঘটে আসানসোলে। পুলিশের প্রায় নাকের ডগায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনের কিছুটা দূরে অবস্থিত এক হোটেলে ঘটে শ্যুটআউটের ঘটনা।

হোটেলে ঢুকে বিনা বাধায় হোটেল মালিক অরবিন্দ ভগৎকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। হোটেলে লাগানো CCTV ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনার পর প্রায় তিনদিন কাটতে চললেও এখনও অধরা দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে CID। ছয় জনের প্রতিনিধিদল গোটা ঘটনা খতিয়ে দেখছে। আঁকানো হচ্ছে বন্দুকবাজদের স্কেচ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *