Cooch Behar Viral Audio: পরিস্থিতি ভয়ঙ্কর করতে হবে…’, নিশীথের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির আগে ভাইরাল অডিয়ো! মুখ খুললেন উদয়ন – udayan guha speaks on the video which stir controversy before nisith pramanik house gherao programme of tmc


TMC Gherao Nisith Pramanik House কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ভেটাগুড়িতে। কর্মসূচি চলাকালীনই এক ভাইরাল অডিয়ো ঘিরে ছড়াল চাঞ্চল্য। যেখানে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির কথোপকথনে রাজ্য রাজনীতিতে শোরগোল।

ভাইরাল অডিয়োর কথোপকথন


শনিবার রাতেই ভাইরাল হয় অডিয়োটি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। অডিয়োয় দুই ব্যক্তির কথোপকথনে শোনা গিয়েছে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে চলা কর্মসূচিতে অশান্তি সৃষ্টি করার আলোচনা শোনা যায়। ফোনে কথা বলা দুই ব্যক্তির গলায় শোনা যায়, ”পরিস্থিতি ভয়ঙ্কর করতে হবে…। এমন করতে হবে যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়…।”

Nisith Pramanik: শাহের প্রতিমন্ত্রী নিশীথের ‘বাড়ি ঘেরাও’ তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা

ভাইরাল অডিয়োয় শোনা যাচ্ছে, একজন ফোনে অপরজনকে নির্দেশ দিচ্ছে যাতে বলা হচ্ছে, ”ভেটাগুড়িতে তৃণমূলের কর্মসূচিতে গন্ডগোল করতে হবে। যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয়।” এই অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। সেই অডিয়োয় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ডাক নাম ‘বাবুন’ দার উল্লেখও এই অডিয়োয় নিতে শোনা গিয়েছে। উল্লেখ করা হয়েছে ‘মন্ত্রীর ছেলে’-এর নামও।

Saumitra Khan On Abhishek : ‘২ মিনিটে অভিষেককে দিল্লির বাড়ি থেকে উচ্ছেদ করতে পারি’, হুংকার সৌমিত্রর

উদয়ন গুহর প্রতিক্রিয়া

এই ভাইরাল অডিয়োর বিষয়ে উদয়ন গুহ বলেন, ”এগুলো একেবারে নিম্নমানের রাজনীতি। মানুষকে বিভ্রান্ত করতে তৈরি করা হয়েছে। মানুষ আর এখন অত বোকা না। সোশাল মিডিয়ার ব্যাপারগুলো বোঝো। এগুলো একেবারে ছেলেমানুষী।”

সেই ঘটনার তদন্তে নেমে এদিন পুলিশ তপন বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তবে ধৃত ব্যক্তির সাথে কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা এনিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ সুপার। তবে স্থানীয় সূত্রে দাবি ধৃত ব্যক্তি বিজেপি কর্মী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *