Dakshin Dinajpur : কুমারগঞ্জে কীটনাশক খেয়ে মৃত্যু নাবালিকা বধূর! প্রশাসনের নজর এড়িয়ে কী ভাবে বিয়ে? প্রশ্ন – minor housewife lost life for eating pesticides at kumarganj


West Bengal News : কীটনাশক খেয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা কুমারগঞ্জে। মৃত গৃহবধূর নাম সুমি পাল (১৭)। নাবালিকা অবস্থায় তাঁকে বিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পারিবারিক অশান্তির কারণে ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

শুক্রবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। ভালোবাসার পাত্রের সঙ্গে বিয়ে দেয়নি পরিবার।

Durgapur News : দুর্গাপুরে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
নাবালিকা পাত্রীর অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অবশেষে বিয়ের আড়াই মাসের মাথায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের পারিয়াল এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়িতে কীটনাশক খায় ওই নাবালিকা গৃহবধূ। শুক্রবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমি পালের বয়স ১৭ বছর। বাড়ি উত্তর দিনাজপুর জেলার হাটকালী এলাকায়৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে ওই মেয়ের সঙ্গে কুমারগঞ্জ ব্লকের পারিয়াল এলাকার যুবক অসিত পালের বিয়ে হয়। ওই নাবালিকার আপত্তি থাকার পরেও বিয়ে দেওয়ার অশান্তি বাড়তে থাকে। ওই নাবালিকা একাধিকবার বাড়ি ফিরে যাওয়ার কথা তার স্বামী ও বাবাকে বিষয়টি জানায়। কিন্তু এরপরেও তার কথা শোনেনি পরিবার।

Purulia News : ছোটদের ঝগড়া বদলে গেল পারিবারিক ঝামেলায়! পুরুলিয়ায় কাকার হাতে খুন ভাইপো
অবশেষে বৃহস্পতিবার কীটনাশক খেয়ে ফেলে নাবালিকাটি। এরপর শুক্রবার মৃত্যু হয়। এবিষয়ে মৃতের স্বামী অসিত পাল বলেন, বিয়ের আগে আমার স্ত্রীর অন্য কোথাও ভালোবাসা ছিল। তাই বিয়ের পরে সে চলে যেতে চেয়েছিল। বিষয়টি আমি ওই পরিবারকে জানিয়েছিলাম। কিন্তু তার আগেই সে কীটনাশক খেয়ে ফেলে।

অন্যদিকে, মৃতের বাবা সারকাস পাল বলেন, যার সঙ্গে আমার মেয়ের ভালোবাসা ছিল, সে আমাদের পছন্দ ছিল না। বয়সে অনেক বড় ছিল। তাই আমরা এখানে বিয়ে দিয়েছিলাম। অনেক বুঝিয়ে শ্বশুর বাড়িতে থাকার কথা বলেছিলাম। কিন্তু তবুও সে আত্মঘাতী হল।

Child Marriage Act In Assam : ‘রাজ্যে সচেতনা বৃদ্ধি পাচ্ছে, কমছে নাবালিকাদের বিয়ে’, দাবি অসমের মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, কুমারগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের করা হয়। পুরো বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নাবালিকা অবস্থায় ওই মেয়েটির কীভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *