ধৃতকে আজ নবদ্বীপ আদালতে তোলা হয়। নদিয়ার তীর্থ নগরী নবদ্বীপে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন ঘাট রোডে।
সূত্রের খবর, রাহুল রায় নামে এক যুবক শনিবার রাতে ভিক্ষুক বৃদ্ধাকে ধর্ষণ করে। আজ সকালে বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। বৃদ্ধার এক ধর্ম সন্তানের অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ রাহুলকে গ্রেফতার করে।
সূত্রের খবর ধৃত রাহুল এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচিত। অন্যদিকে ষাটোর্ধ বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করেন। শ্রীবাস অঙ্গন ঘাট এলাকার এক গৃহস্থের বাড়ির বারান্দায় তিনি বসবাস করেন।
ওই বৃদ্ধাকে এক যুবক দেখাশোনা করে বলে জানা গিয়েছে। বৃদ্ধাকে সেই যুবক চিকিৎসক করানোর ব্যবস্থা করেন। তিনি বৃদ্ধার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে পুলিশে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ধৃত রাহুল রায়কে গ্রেফতার করে নবদ্বীপ আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
কৃষ্ণনগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, “এরকম একটা ঘটনা ঘটেছে বৃদ্ধাকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা ঘটিয়ে দেখছে পুলিশ।”
তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরকম নক্কারজনক ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীর।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে হাওড়ায় এরকম একটি নক্কারজনক ঘটনা ঘটে। এক আশ্রমের মধ্যেই এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হাওড়ার জগৎবল্লভপুরের ওই আশ্রমে বেশ কয়েকবছর ধরে সেবায়তের কাজ করছিলেন ওই বৃদ্ধা।
আশ্রমের মধ্যেই এরকম ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত গোয়ালপোতা গ্রামের করুণাময়ী আশ্রমে।
অভিযোগ, ঘটনার দিন রাতে সুভাষ খাঁড়া নামে পরিচিত এক যুবক মদ্যপ অবস্থায় আশ্রমে ঢোকে। আশ্রমের ঘরের মধ্যে ছিলেন ওই বৃদ্ধা। টেনে-হিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে ধর্ষণ করে। পরের দিন সকালেই অভিযুক্তকে গ্রেফতার করে যুবক।