শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গাড়নাতে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে হিলিতে BJP-র শক্তি বাড়ল বলে দাবি করেছেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে RSP থেকে কেউ যোগদান করেনি বলেই জানিয়েছেন RSP-র জেলা কমিটির সদস্য প্রলয় ঘোষ।
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গাড়না এলাকায় ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে সেখানে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেই অনুষ্ঠানে গাড়না এলাকার বুথ সভাপতি সহ ১০৫ জন আদিবাসী RSP ছেড়ে BJP-তে যোগদান করে।
এই যোগদান কর্মসূচিতে সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন BJP-র জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য BJP নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান সংগঠনকে অনেকটাই শক্তিশালী করবে বলে দাবি করেছেন BJP-র রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
এদিকে সদ্য BJP-তে যোগদানকারী বিঘা উরাও জানান, তারা দীর্ঘদিন ধরে আরএসপি করে আসছেন। তবে বেশির ভাগই নেতৃত্ব তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে ঢুকে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তাই ১০৫ জন BJP-তে যোগদান করল।
এ বিষয়ে BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পাড়ায় সুকান্ত অনুষ্ঠানে ১০০ বেশি জন RSP ও তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করল। অন্যদিকে, বিষয়ে RSP-র জেলা কমিটির সদস্য প্রলয় ঘোষ বলেন, এখন BJP-তে নয় বামফ্রন্টে লোক যোগদান করছে। যাহা তৃণমূল তাহাই BJP। তাই বামফ্রন্টে ফিরছে লোক। হিলিতে RSP-তে ভাঙনের কোনও ঘটনা ঘটেনি।”
BJP-র দাবি ভিত্তিহীন বলে দাবি তাঁর। ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হল হিলি ব্লকের গাড়নায়। এই কর্মসূচির মাধ্যমে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব। সাংসদ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং তা লিপিবদ্ধ করে সমাধান করার আশ্বাস দিচ্ছেন বলে জানানো হয়।