Tapas Mondal Arrested : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস – tapas mondal arrested in west bengal teachers recruitment scam case by cbi


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 19 Feb 2023, 5:35 pm

সিবিআইয়ের জালে অবশেষে তাপস মণ্ডল। দীর্ঘক্ষণ জেরার পর এবার গ্রেফতার করা হল তাঁকে। সঙ্গে ধৃত আরও এক এজেন্ট

 

Tapas Mondal Arrested
Tapas Mondal Arrested : তাপস মণ্ডল।

হাইলাইটস

  • CBI-এর হাতে গ্রেফতার তাপস মণ্ডল।
  • জালে আরও এক এজেন্ট
  • দীর্ঘক্ষণ জেরার পর অবশেষে গ্রেফতার এই মিডলম্যান
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ট তাপস মণ্ডলকে (Tapas Mondal) এদিন দীর্ঘক্ষণ জেরা করে CBI। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। CBI-এর নিজাম প্যালেসে তাঁকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, তথ্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়। কেবলমাত্র তাপস মণ্ডলই নয়, গ্রেফতার করা হয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলার আরও এক এজেন্ট নীলাদ্রি ঘোষকে।

রিফ্রেশ করতে থাকুন …

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *