Tapas Mondal Arrested : CPI কর্মী থেকে ‘গোল্ড মেডেলিস্ট’ শিক্ষাবিদ! কী ভাবে কোটি কোটি টাকার লেনদেনে জড়ান তাপস? – tapas mondal arrested by cbi in tet recruitment scam case know his details and background


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর জালে তাপস মণ্ডল। রবিবার নিজাম প্যালেসে জেরার পর গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ এই তাপসকে। কী ভাবে প্রাক্তন পর্ষদ সভাপতির সঙ্গে তাঁর পরিচয় হল? কী ভাবে জড়িয়ে পড়লেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে? কী ভাবে কোটি কোটি টাকার লেনদেনর সঙ্গেই বা যুক্ত হলে তাপস?

TET Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস

কে এই তাপস মণ্ডল?

CBI সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া হরেকৃষ্ণপুর গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে তাপস মণ্ডলের। সেখানেই তাঁর আদিবাড়ি। বর্তমানে তিনি থাকেন উত্তর ২৪ পরগনার বারাসতে।

CPI করতেন তাপস!

জানা যাচ্ছে, এক সময় CPI কর্মী ছিলেন তিনি। ১৯৮০ সালের আশপাশে তিনি যোগ দেন ফরওয়ার্ড ব্লকে। তারপর তৃণমূলের জামানায় তিনি শাসক ঘনিষ্টদের সঙ্গে মেলামেশা শুরু করেন। একটা সময় প্রভাব খাটিয়ে আদি বাড়ি পাঁশকুড়া অঞ্চলের একাধিক স্থানীয় বাসিন্দাকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপস মণ্ডলের বিরুদ্ধে। আবার তৃণমূলর সরকারের সময়ও পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের কাছের লোক হয়ে ওঠেন।

D El Ed College : ছাত্র-ভর্তি অফলাইনে, অন্ধকারে ৪২ হাজার
আগেও গ্রেফতার হয়েছিলেন তাপস

CBI সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও একবার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল। অর্থাৎ দুর্নীতিতে আগেই হাত পাকা করে ফেলেছিলেন তিনি।

গোল্ড মেডেলিস্ট তাপস!

ED-র দাবি, তাপসের শিক্ষক প্রতিষ্ঠান ‘শিক্ষণ’ থেকেই দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন তিনি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ছিল মানিক ভট্টাচার্যের। এক সময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও নাকি এই শিক্ষা প্রতিষ্ঠানের যোগসূত্র ছিল। তাপসের প্রতিষ্ঠানে ভর্তি হলেই নাকি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ মিলত। এমনটাও রটে গিয়েছিল।

Teacher Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার বাগদার ‘বহুচর্চিত’ রঞ্জন
এছাড়াও তাপস একাধিক ট্রাস্ট চালান। সেই ট্রাস্টের অধীনে রয়েছে আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে মূল প্রতিষ্ঠানটি রয়েছে মহিষবাথানে। সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিকের সঙ্গে তাঁর বৈঠক হত বলে সূত্রের খবর। সেখানে তল্লাশিও করেন ED-র তদন্তকারীরা। এ ছাড়াও কলেজ স্ট্রিটের একটি ঠিকানা এবং তাপসের বারাসতের বাড়িতেও তল্লাশি চালান ED আধিকারিকরা।

TET Scam News: টাকা দিলেই চাকরি নিশ্চিত, না হলে সুদ সমেত মূলধন ফেরাতেন ‘সৎ রঞ্জন’ বলে দাবি
‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ নামেও একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তাপস মণ্ডল। ২০১২ সালে বারাসতের কামাখ্যা বালক আশ্রমের ডিএলএড কলেজের সঙ্গেও যুক্ত হন তিনি। আশ্রমের কলেজের কার্যকারী সভাপতি পদে ছিলেন তিনি। পাশাপাশি রাজ্য ডিএলএড কলেজ ইউনিয়নের সভাপতি ছিলেন তাপস। এ ছাড়া, ‘অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন’ এরও সভাপতি ছিলেন। আর এই আশ্রমের সদস্যদের দাবি শিক্ষাবিদ তাপস মণ্ডল নাকি স্বর্ণপদক প্রাপ্ত। যদিও এই গোল্ড মেডেল তাপস কীসে পেয়েছেন, তা নিয়ে কেউ কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *