Udayan Guha : ‘দোষীরা শাস্তি না পাওয়া অবধি নিশীথকে কালো পতাকা দেখানো হবে’, গিতালদহর ঘটনা নিয়ে নিদান উদয়নের – udayan guha directs tmc workers to show black flag to nisith pramanik


West Bengal News : যতক্ষন না প্রেম কুমার বর্মনের দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানোর নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তিনি বলেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে BJP যদি কোথাও সভা করতে যায় তাহলে সেই বুথের সভাপতিকে সরিয়ে দেওয়া হবে। রবিবার কোচবিহার জেলার ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিতে উপস্থিত হয়েই তৃণমূল কর্মীদের এই বার্তা দেন মন্ত্রী।

Udayan Guha : BJP-তে যোগ উদয়নের ভাগ্নির! মামা বললেন, ‘যোগাযোগ নেই…’
BSF-র গুলিতে গত ২৪ ডিসেম্বর প্রেম কুমার বর্মন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটা থানার অন্তর্গত গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোষপাড়া গ্রাম। BSF-র দাবি ওই ব্যক্তি গোরু পাচারের সঙ্গে যুক্ত। সীমান্ত দিয়ে যখন বাংলাদেশে গোরু পাচার করছিল সেই সময় BSF-র সঙ্গে তার ঝামেলা বাধে।

BSF-র উপর হামলা চালালে BSF গুলি চালায়। তখনই তার মৃত্যু হয়। যদিও মৃতের পরিবারের দাবি এদিন সকালে সে জমিতে তামাক চাষ করতে গিয়েছিল। তখনই BSF গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু হয়।

এই ঘটনার পর গত ১১ ফেব্রুয়ারী কোচবিহারের মাথাভাঙা কলেজ মাঠে সভা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চে BSF-র গুলিতে নিহত যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।

Saumitra Khan On Abhishek : ‘২ মিনিটে অভিষেককে দিল্লির বাড়ি থেকে উচ্ছেদ করতে পারি’, হুংকার সৌমিত্রর
পরবর্তীতে কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ১৯ ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করবে তৃনমুল কর্মীরা। সেই ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের এই নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ভেটাগুড়ি।

ঘটনাস্থলে যায় কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ, দিনহাটা পুলিশের SDP ও ত্রিদিব সরকার ও দিনহাটা থানার IC সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Nisith Pramanik: শাহের প্রতিমন্ত্রী নিশীথের ‘বাড়ি ঘেরাও’ তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা
অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে র‌্যাফ। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ হাজার তৃণমূল কর্মী সমর্থকরা হাজির হবে বলে তৃণমুল নেতাদের দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *