WB Recruitment Scam : ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি – cbi raid at trinamool congress leader house at bhangar on recruitment scam


West Bengal News : সিবিআইয়ের আতশ কাঁচের তলায় আরও এক তৃণমূল নেতা। ভাঙড়ের ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি শাজাহান মোল্লার বাড়িতে CBI হানা। রবিবার চন্দনেশ্বরের তার বাড়িতে আচমকা হানা দেয় CBI আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।

তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তবে ঠিক কী কারণে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

TET Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস
স্থানীয় সূত্রে খবর, শাজাহান ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতিও। সূত্রের খবর, শাজাহানের একাধিক আত্মীয় পরিজন শিক্ষা দফতরে চাকরি পেয়েছে গত কয়েক বছরে। রবিবার দুপুরে আচমকাই তার চন্দনেশ্বরের বাড়িতে CBI হানা দেয়। এই মুহূর্তে বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছেন তারা।

গোটা বাড়িটা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। শাজাহান ভাঙড় ১ ব্লকের তৃণমূল সভাপতি, পাশাপাশি তিনি ভাঙড় ১ পঞ্চায়েত সমিতিরও সভাপতি। এদিন দুপুরের প্রথমে, শাজাহানের পুরনো বাড়িতে যান CBI আধিকারিকরা।

Teacher Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার বাগদার ‘বহুচর্চিত’ রঞ্জন
সেখান থেকে কিছুটা দূরে তাঁর নতুন বাড়ির খোঁজ পেয়ে সেখানেও হানা দেন তাঁরা। তল্লাশি শুরু হয় ওই তৃণমূল নেতার বাড়িতে। শাহজানের পরিবার সূত্রে খবর, সিবিআই আধিকারিকরা যাওয়ার সময় বাড়িতে ছিলেন না তিনি। ওই তৃণমূল নেতার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শুরু করা হয় তল্লাশি।

অন্যদিকে, রবিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন তাপস মণ্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ট তাপস মণ্ডলকে এদিন দীর্ঘক্ষণ জেরা করে CBI। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। CBI-এর নিজাম প্যালেসে তাঁকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গিয়েছে, তথ্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেবলমাত্র তাপস মণ্ডলই নয়, গ্রেফতার করা হয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলার আরও এক এজেন্ট নীলাদ্রি ঘোষকে। নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূল নেতা শাজাহান মোল্লার সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি CBI আধিকারিকরা।

Hooghly News : কেভেন্টার চিটফান্ড সংস্থার মালিককে ধরতে আরামবাগে পুলিশি হানা, পলাতক অভিযুক্ত
প্রসঙ্গত, গত সপ্তাহেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। নিউটাউনে তাঁর বিলাসবহুল জোড়া ফ্ল্যাটে ম্যারাথন রাউন্ড তল্লাশির পর তাঁকে পাকড়াও করে ED। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হুগলির তৃণমূলের এই যুব নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *