অনুব্রত মণ্ডলের ওজন
হাসপাতালের থেকে পাওয়া অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রথমবার ২৫ অগাস্ট যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয় তখন তার ওজন ছিল ১০৯.৯ কেজি। দ্বিতীয়বার ২০ নভেম্বর যখন তাকে নিয়ে আসা হয় তখন তাঁর ওজন ছিল ১০০ কেজি এবং সোমবার তাঁর ওজন মেপে দেখা যায় অনুব্রত মণ্ডলের ওজন রয়েছে ৯১ কেজি অর্থাৎ অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ১৯ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের।
অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা
সোমবার সকালে জেলা হাসপাতালে আসার মুখে অনুব্রত মণ্ডল জানান,”তাঁর শরীর ভালো নেই।” এরপর প্রায় এক ঘন্টা ধরে অনুব্রত মণ্ডলকে শারীরিকভাবে পরীক্ষা করেন আসানসোল জেলা হাসপাতালের ইমারজেন্সিতে চারজন দায়িত্ব সম্পন্ন চিকিৎসক।
আসানসোল জেলা হাসপাতালে সুপার না থাকায় এদিন সুপারের দায়িত্ব পালন করেছিলেন চিকিৎসক উত্তম কুমার রায়। উত্তম কুমার রায়ের তত্ত্বাবধানে চিকিৎসক শুভজিৎ দত্ত, স্মরণ হেমব্রম, জয়ন্ত গঙ্গোপাধ্যায় এদিন তৃণমূল নেতাকে পরীক্ষা করেন।
কেমন আছেন অনুব্রত মণ্ডল
হাসপাতালে চিকিৎসক দায়িত্বপ্রাপ্ত সুপার উত্তম রায় জানিয়েছেন চিকিৎসকরা অনুব্রত মণ্ডলকে পরীক্ষা করে জানিয়েছেন, ”তার কোন মেডিক্যাল ইমারজেন্সি নেই। তিনি যে সমস্ত ওষুধ খেতেন সেই ওষুধগুলিই খাবেন।”
মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের প্রেশার আছে 130/80, র্যান্ডম সুগারের মাত্রা ১১১, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৯। তাঁর পাইলস ইতিমধ্যেই আগে অপারেশন হয়েছে এবং ফিসচুলাও আছে। সেই ফিসচুলা পরীক্ষা করে দেখা দেখা গিয়েছে তাঁর এখনই কোনও এমার্জেন্সি নেই। তিনি যে সমস্ত ওষুধ খেতেন সেই সমস্ত ওষুধই তাঁকে চালিয়ে যেতে বলা হয়েছে।
তবে বীরভূমের দাপুটে নেতার ওজন কমা নিয়ে উদ্বেগে অনুব্রত মণ্ডলের অনুগামীরা। এভাবে ওজন কমা নিয়ে তাঁর ডায়েট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনুগত তৃণমূল কর্মীরা।