Balurghat Suicide : শিবারাত্রিতে শাড়ি নিয়ে মায়ের সঙ্গে বচসা, অভিমানে ‘আত্মঘাতী’ বালুরঘাটের তরুণী – balurghat young girl takes her life after quarreling with mother on shiv ratri


West bengal Local News: দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মায়ের উপর অভিমান করে আত্মঘাতী তরুণী। পছন্দ মত শাড়ি পড়িয়ে দিতে পারেনি মা, সেই নিয়ে ঝামেলার সূত্রপাত। সামান্য কারণ নিয়ে অশান্তি করার জন্য মায়ের কাছে বকা খেয়েছিল তরুণী। এরপরই রাগ ও অভিমান করে মা’কে ঘর থেকে বের করে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বছর একুশের ওই তরুণী। এই ঘটনা বালুরঘটঘাটে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম প্রীতি দাস(২১)। তাঁর বাড়ি বালুরঘাটের ডুমইরে। আত্মহত্যার কথা নজরে আসতেই সঙ্গে সঙ্গে পরিবার সদস্যরা প্রীতিকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের জন্য পুলিশ দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Dakshin Dinajpur : কুমারগঞ্জে কীটনাশক খেয়ে মৃত্যু নাবালিকা বধূর! প্রশাসনের নজর এড়িয়ে কী ভাবে বিয়ে? প্রশ্ন
মৃত তরুণীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষে প্রত্যেকবারের মতো এবার উপোস করেছিলেন প্রীতি। গ্রামের সকলের সঙ্গে আত্রেয়ী নদীতে জল আনতে যেতে চাইলে বাধা দেন তাঁর মা। সেই নিয়ে মা ও মেয়ের মধ্যে বচসা হয়। পরবর্তীকালে তাঁকে অনুমতি দেওয়া হয়।

জানা গিয়েছে, মা’কে শাড়ি পরিয়ে দিতে বলেছিল প্রীতি। কিন্তু মায়ের পরানো শাড়ি কোনওভাবেই তাঁর পছন্দ হচ্ছিল না। এই নিয়ে আবার মায়ের সঙ্গে তাঁর বচসা বাঁধে। মেয়েকে চরম বকাবকি করেন মা। এরপরই মাকে ঘর থেকে বের করে দিয়ে আত্মঘাতী হয় প্রীতি। দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় প্রীতির দেহ উদ্ধার করে পরিবার। তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Madhyamik Candidate : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি ফিরেই আত্মঘাতী স্কুলের ফার্স্ট গার্ল, রহস্য
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটোবেলা থেকে প্রীতির জেদ চরমে ছিল। এমনকী পরিবারের হাজার চেষ্টা সত্ত্বেও উচ্চমাধ্যমিকের পর সে আর পড়াশুনো করতে রাজি হয়নি। কিন্তু, এই সামান্য কারণের জন্য মেয়ে যে আত্মঘাতী হবে তা এখনও বিশ্বাস করতে পারছে না পরিবার।

এই প্রসঙ্গে মৃত তরুণীর আত্মীয় বিপুল দাস বলেন, “শিবরাত্রির পুজো করার জন্য সবকিছু জোগাড় করে রেখেছিল সে। কিন্তু একাধিকবার তাঁর মায়ের সঙ্গে বচসা হয়। সেই রাগেই মাকে ঘর থেকে বের করে দিয়ে গলা ফাঁস লেগে আত্মঘাতী হয় প্রীতি। খুবই দুঃখজনক ঘটনা।”
Purba Medinipur Student Death : ডাব পাড়ার নেশা! মাঝরাতে হস্টেল থেকে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ছাত্রের
অন্যদিকে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। মৃতদেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানোর হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *