DA News In WB : ডিএ-র দাবিতে কর্মবিরতির মিশ্র প্রভাব জেলায় জেলায়, সরকারি দফতর-আদালতে আংশিক বন্ধ কাজ – pen down campaign by government employees seen at various districts for da issue


মুখ্যমন্ত্রীর ঘোষণায় চিঁড়ে ভেজেনি। সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টার সরকারি কর্মচারীদের কর্মবিরতির ছবি ধরা পড়ল জেলায় জেলায়। অচলবস্থা লক্ষ্য করা যায় বিভিন্ন জেলার একাধিক সরকারি দফতরে। সরকারি অফিসে হাজিরার ব্যাপারে কড়া নির্দেশিকা দিয়েছিল নবান্ন।

কোনও ক্ষেত্রে সেই নির্দেশ অগ্রাহ্য করে, আবার কোনও ক্ষেত্রে ঘুরপথে অফিসে হাজির হয়ে ‘পেন ডাউন’ করলেন সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কর্মবিরতির প্রভাব ছিল যথেষ্ট বলে দাবি করা হয়। অন্যদিকে, দাবি অস্বীকার করেছে জেলা প্রশাসন।

DA News West Bengal : ‘সরকারি নোটিস বেআইনি’, নবান্নকে চ্যালেঞ্জ ছুড়ে কর্মবিরতি সরকারি কর্মীদের
উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের বিভিন্ন জেলায় মিশ্র প্রভাব লক্ষ্য করা যায় কর্মবিরতির। কর্মবিরতির সর্বোচ্চ প্রভাব পড়তে দেখা যায় জেলা আদালতগুলোতে।
বারাসত আদালতে সোমবার থেকে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দেয় জেলা আদালত কর্মচারী সমিতি।

উচ্চ আদালতের রায় মেনে AICPI অনুযায়ী অবিলম্বে সকল বকেয়া DA প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। সকল আন্দোলনকারীরা কাজ গুছিয়ে রেখেই এই কর্মবিরতিতে নামে বলে জানান তাঁরা। বকেয়া মহার্ঘ্যভাতা প্রদান, স্বচ্ছ নিয়োগ সহ এখাধিক দাবিতে ‘যৌথ মঞ্চে’র ডাকে দু’দিনের ‘কর্মবিরতি’তে অংশ নেন বাঁকুড়া জেলা আদালতের কর্মীরাও।

কর্মীদের দাবি সম্বলিত স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর। ফলে এদিন বাঁকুড়া জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বলেই জানা গেছে। আদালত কর্মচারী সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক স্বরুপ সুশীল দাস বলেন, “রাজ্য সরকার যেখানে যেমন খুশি ‘দান খয়রাতি’ করছে, অথচ কর্মচারীদের নিয়ে ভাবিত নয়।”

DA Latest News : চাকরি জীবনে ছেদ-নির্দেশিকার পালটা আইনি চিঠি যৌথ মঞ্চের
কিছুটা অন্য চিত্র দেখা যায় দুর্গাপুর মহকুমা আদালতে। আদালতের কর্মীরা কর্মবিরতি পালন করলেও, বিরত থাকেন আইনজীবীরা। দু তরফের সিদ্ধান্তে সমস্যায় পড়তে হয় আদালতে আসা সাধারণ মানুষকে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুর জেলায় ডিএর দাবিতে কাঁথি প্রভাত কুমার কলেজে রাজ্য সরকারের কর্মচারীরা কর্মবিরতি করেন।

হুগলি জেলার আরামবাগ মহকুমা আদালতে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মীরা। দেখানো হয় প্রতিবাদ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার সম্পাদক সুশোভন মুখোপাধ্যায়, সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের দাবীকে সমর্থন জানিয়ে আন্দোলনে সামিল হাওড়া আদালতের সরকারি কর্মচারীরা। সোমবার দুপুরে হাওড়া আদালত চত্তরে তারা বুকে ব্যাজ লাগিয়ে বিক্ষোভে দেখান। মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলা আদালত চত্বরে সরকারি কর্মচারীদের আন্দোলন অব্যাহত ছিল।

কিছুদিন আগে রাজ্য সরকার ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ালেও তারা অখুশি বলে জানান ওয়েস্ট বেঙ্গল কোর্ট অ্যাসোসিয়েশনের রাজ্যের কার্যকরী সম্পাদক বিনয় হালদার।

DA Protest : ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি, জেলায় জেলায় ‘পেন ডাউন’ সরকারি কর্মচারীদের একাংশের
অন্যদিকে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় জেলা আদালত চত্বরে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের সদস্যরা। পালন করা হয় কর্মবিরতি। পালটা, ‘ডুয়ার্স কন্যা’র সামনে DA নিয়ে কর্মবিরতির বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী তৃণমূল পন্থী কর্মী সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *