Dakshin 24 Pargana Accident : বাইক-টাটা সুমো মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি মাধ্যমিক পরীক্ষার্থীর – madhyamik examinee lost live in a road in accident in baruipur area


West Bengal News: ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগেই মর্মান্তিক পরিণতি হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরে পথ দুর্ঘটনায় এক রবিবার এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইকে করে এক অনুষ্ঠানে তিনজন মিলে আসার পথেই রাস্তায় টাটা সুমোর সঙ্গে সঙ্গে সংঘর্ষে ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনায় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পাশাপাশি আরও মহিলা গুরুতর জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়নগর থানার গোচরণের কাছে পূর্ব পাঁচগাছিয়া এলাকায় রবিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Malda Road Accident : মালদায় ৩ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, দীর্ঘক্ষণ অবরুদ্ধ জাতীয় সড়ক
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে তিনজন মিলে একটি মোটরবাইকে চেপে রওনা দিয়েছিল। নেউতলা হয়ে যখন তারা বারুইপুর থানার রাজগড়ার দিকে একটি অনুষ্ঠানে তাঁরা যোগ দিতে আসছিল। সেই সময় একটি টাটা সুমোর সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে রাস্তার ঘারে ছিটকে পড়ে তিনজন।

রক্তাক্ত অবস্থা ২ জনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে পৃথা মণ্ডল (১৫) নামের এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মোটরবাইকে থানা আরও এক মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় রাতে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Road Accident : পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হতেই ‘আনসেফ ড্রাইভ’! দুর্ঘটনায় শহরে ফের মৃত্যু হেলমেটহীন চালকের
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার পুলিশ মৃত ওই ছাত্রীর দেহ উদ্ধার করেছে ময়না তদন্তে পাঠানোর জন্য। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দা ঝন্টু মণ্ডল এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, “কালীপুজোতে যোগ দেওয়ার জন্য বাইকে করে ওরা আসছিল। গোচরণ রেলগেট থেকে কিছুটা আগে রাস্তার উপর বাইকের সঙ্গে একটি টাটা সুমোর সংঘর্ষ হয়। এই ঘটনায় গোচরণ স্কুলের ছাত্রী পৃথা মণ্ডলের মৃত্যু হয়েছে। তাঁর আত্মীয় এক মহিলাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর অবস্থায় খুবই আশঙ্কাজনক।”

Dakshin 24 Pargana : কুলতলিতে ২ শিশুকে ধাক্কা বেপরোয়া গাড়ির, মদ্যপ অবস্থায় ধৃত কলকাতা পুলিশের হোমগার্ড
অন্যদিকে সোমবার সকালের মেদিনীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় ২০ জান বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চন্দ্রকোনা থেকে দাসপুরের দিকে যাচ্ছিল বাসটি, তখনই এই দুর্ঘটনা ঘটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *