Hooghly News : যে কোনও সময় ভেঙে পড়তে পারে চাঙর! ঝুঁকি নিয়ে হুগলির স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসা – hooghly itachuna primary health centre is in very bad condition for treatment


হুগলিতে সরকারে স্বাস্থ্য কেন্দ্রের ভয়াবহ অবস্থা। খসে পড়ছে চাঙর, লোহার রড বেরিয়ে পরেছ। সেখানে চিকিৎসা করাতে যেতেই ভয় পাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। বেহাল দশা ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। বেহাল স্বাস্থ্য কেন্দ্রে ঝু্ঁকি নিয়ে চলছে চিকিৎসা।কবে হবে সংস্কার প্রশ্ন গ্রামবাসীদের। স্বাস্থ্য কেন্দ্রের এই দশার ফলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

হুগলির পান্ডুয়ার খন্যান ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। ইটাচুনা, বড় সরসা, মান্দারন, মাকালডি, খন্যান সহ ১৭ টি গ্রামের কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। এখানে সাধারণ রোগ ব্যাধির পাশাপাশি যক্ষ্মার মতো জটিল রোগেরও চিকিৎসা হয়। চালু রয়েছে আউটডোর পরিষেবাও।

Hooghly News : বিদ্যালয় ভবনের বেহাল দশা, ঝুঁকি নিয়েই টালির চাউনিতেই চলছে ক্লাস
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই স্বাস্থ্যকেন্দ্রের ঘরের দেওয়াল গুলিতে ধরেছে ফাটল। উপরে গজিয়েছে আগাছা। ভেঙে গিয়েছে জানলার কাচ। এমনকী প্রতিনিয়ত ছাদ থেকে চাঙর খসে পড়ছে। এই বেহাল দশার কারণে সমস্যার মধ্যে পড়ছেন এখানে চিকিৎসা করাতে আসা রোগীরা।

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা বৃন্দাবন ঘোষ বলেন, “কাছাকাছি কোনa হাসপাতাল না থাকার কারণে আমাদের একমাত্র ভরসা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। নইলে অনেকটা দূরে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করতে যেতে হবে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল। যদি কোন অঘটন ঘটে যায় তার দায় কে নেবে? যদি সংস্কার করে নতুনভাবে করা হয় তাহলে ভালো হয়। চিকিৎসা করাতে এসে ভয় লাগে, না এসে কোনও উপায় নেই।”

Duare Doctor : ঘণ্টার পর ঘণ্টা পেরলেও চিকিৎসকের দেখা মেলেনি, হুগলিতে ‘দুয়ারে ডাক্তার’ ক্যাম্প ডাহা ফ্লপ! ক্ষোভ
ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অর্পণ পুরকাইতও গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “হাসপাতালের অবস্থা মোটেও ভালো নয়। আউটডোর, ভ্যাকসিন রুম সহ বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আমরা যে ঘরে বসে চিকিৎসা করছি সেটাতেও ফাটল ধরেছে। ভয় লাগে কখন মাথায় চাঙর ভেঙে পড়বে। গোটা ঘটনার কথা BMOH-কে জানানো হয়েছে।”

স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পান্ডুয়ার বিজেপির কনভেনার অশোক দত্ত বলেন, “সারা রাজ্যের সঙ্গে হুগলিতেও স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা। খন্যান সহ পান্ডুয়ার বেশ কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল। স্বাস্থ্যকেন্দ্রের মতোই আগামী দিনে তৃণমূল ভেঙে পড়বে।”

Nabadwip State General Hospital : সরকারি হাসপাতালে অবাধে ঘুরছে বিড়াল-ছাগল! নবদ্বীপের অস্বাস্থ্যকর দৃশ্যে চক্ষু চড়কগাছ
পালটা পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। ধনিয়াখালি তে স্টেট জেনারেল হাসপাতাল তৈরি হয়েছে। আগে মানুষ ওষুধ পেত না তৃণমূল সরকার আসার পরে মানুষ ওষুধ পাচ্ছে। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *