Jhargram News : ঝাড়গ্রাম জাতীয় সড়কে অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ! – jhargram police arrest four persons including bjp leader for national highway block


West Bengal News : লরি ও বাইকের সংঘর্ষের জেরে দুর্ঘটনা ঝাড়গ্রামের বাঁকশোল এলাকায়। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ লাগে স্থানীয় বাসিন্দাদের। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ার অভিযোগ।

তুমুল গণ্ডগোল বাঁকশোল এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয় BJP-র পঞ্চায়েত সদস্য সহ চারজন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার BJP-র পঞ্চায়েত সদস্য সহ চারজন।

Jhargram News : রাতের অন্ধকারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, জামবনিতে গ্রেফতার অভিযুক্ত
জানা গিয়েছে, ঝাড়গ্রাম থানার অন্তর্গত বাঁকশোল এলাকার রবিবার বিকেল সাড়ে পাঁচটার সময় ৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি বড় লরি আলু বস্তা বোঝায় একটি বাইককে ধাক্কা মারে। যার জেরে বাইকের কিছু অংশ ভেঙে যায়। তারপরই শুরু হয় তুমুল গণ্ডগোল।

অভিযোগ, এই ঘটনার জেরে গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপর কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক বাঁকশোল গ্রামের মোড়ে অবরোধ করে স্থানীয় বহু গ্রামবাসী। অবরোধের জেরে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে বহু দূর পাল্লার পণ্যবাহী লরি।

BJP Protest : ‘বিজেপির এলাকা’! থমকে রাস্তা মেরামতি, অভিযোগ তুলে NH অবরোধ কেশিয়াড়িতে
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা। ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলে পুলিশ। তখনই বাধে বিপত্তি।

অবরোধ তুলতে বলার জন্য পুলিশকে মারধর এবং ইট, পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করে ৬ নম্বর জাতীয় সড়কে।

Malda Road Accident : মালদায় ৩ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, দীর্ঘক্ষণ অবরুদ্ধ জাতীয় সড়ক
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বাঁকশোল গ্রামের বাসিন্দা মিলন খিলাড়ি এবং খয়েরবনি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাহাতো, ঝন্টু মাহাতো, আনন্দময় মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। ঝাড়গ্রাম থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে 143, 283, 332, 353, 325, 307,34 এবং 9, WBMPO, 8B জাতীয় সড়ক অবরোধ এই ধারায় মামলা রুজু করে সোমবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে।

সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন, “ঘটনার তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *