Jyotipriya Mallick : দাঁত ফোটাতে পারবে না বিরোধীরা: জ্যোতিপ্রিয় – jyotipriya mallick attacks bjp from his meeting


এই সময়: বিরোধীরা যতই কুৎসা, অপপ্রচার করুক-পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনার প্রতিটি ক্ষেত্রে বিরোধীশূন্য বোর্ড গঠন করবে তৃণমূল। রবিবার বারাসতের খিলকাপুরে জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সম্মেলনে এমনই মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী ও জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

Kakali Ghosh Dastidar :’হিংসা করবি আর লুচির মতন ফুলবি!’ তোপ তৃণমূল সাংসদ কাকলির
তিনি বলেন, ‘বিরোধীদের দাঁত ফোটানোর জায়গা নেই এই জেলায়। তৃণমূল সঙ্ঘবদ্ধ ভাবে বিরোধীদের মোকাবিলা করবে।’ তাঁর সংযোজন, ‘রাজ্যের উন্নয়নের পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, তাতে আগামী দিনে নতুন ভারতের দিশা দেখাবে এই জুটি।’

Dilip Ghosh : ‘কোনও সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না…’, মমতার সভায় আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ দিলীপ!
এ দিনের অনুষ্ঠানে সাংসদ ও বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘যতই তৃণমূলকে আক্রমণ করবে, মা-মাটি-মানুষের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ততই উপচে পড়বে।

Sukanta Majumdar : জনসংযোগ বাড়াতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি BJP-র! শুরুতেই ঘর ভাঙল RSP-র
আসন্ন পঞ্চায়েত নির্বাচন-সহ যে কোনও নির্বাচনে এই দল যে উন্নয়নের ধারা বজায় রেখেছে, তাতেই বিপুল সংখ্যায় আসন পাবে।’ সম্মেলনে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি বিধায়ক নুরুল ইসলাম, বিধায়ক নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *