Purulia News : বুধন শবর হত্যা মামলার রায়দান, তৎকালীন ওসির ১৩ বছরের কারাদণ্ডের নির্দেশ – court order thirteen years of imprisonment to ex police officer on purulia budhan sabar suicide case


১৯৯৮ সালে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার বাসিন্দা বুধন শবরের জেল হেফাজতে মৃত্যু হয়েছিল। এই ঘটনায় প্রাক্তন ওসির কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক দ্বিতীয়) জাহাঙ্গির কবীর। বুধনের মৃত্যুর ঘটনায় সেই সময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

বুধনের মৃত্যুর ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। পুলিশের অত্যাচারে জেলে বন্দি থাকাকালীন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন বুধন, এমনটাই ছিল অভিযোগ। আজ এই মামলায় রায় ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক।

১৯৯৮ সালে ১০ ই ফেব্রুয়ারি হস্তশিল্পী বুধন শবরকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ১১ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে ১২ তারিখ আদালতে তোলা হয়। আদালতের পেশের সময় দেখা গিয়েছিল, বুধন ঠিক করে হাঁটতে অবধি পারছিলেন না। ১৭ ফেব্রুয়ারি সংশোধনাগার থেকে বুধনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

National News: ‘তোমার সঙ্গে সঙ্গম করব না, অন্য ব্যবস্থা আছে’, স্ত্রীর ‘ধৃষ্টতায়’ চরম পদক্ষেপ যুবকের
জেলবন্দি থাকাকালীন বুধনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে সরব হন সাহিত্যিক মহাশ্বেতা দেবী। তিনি উচ্চ আদালতের বিচারপতিকে চিঠিও দিয়েছিলেন। এই ঘটনায় জনস্বার্থ মামলাও দায়ের করা হয়।

আদালতের নির্দেশে বুধনের দেহ কবর থেকে তুলে ২৫ ফেব্রুয়ারি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ ২৫ বছর ধরে চলার পর, আজ এই মামলার রায়দান করা হল।

Murshidabad News : বউদির সঙ্গে ত্রিকোণ প্রেম! ৭ বছর পর মহিলার বাগানে মিলল ‘নিখোঁজ’ যুবকের হদিশ
শবর জনজাতির হস্তশিল্পী তথা বিচারাধীন বন্দি বুধন শবরের সংশোধনাগারে মৃত্যুর ঘটনায় পুরুলিয়ার বরাবাজার থানার তৎকালীন ওসি অশোক রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে আট বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক।

এর পাশাপাশি অশোক রায়কে পাঁচ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে অতিরিক্ত ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দুটি সাজাই একসাথে চলবে বলে জানিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধন হত্যা মামলার তদন্ত করে চার্জশিট জমা করেছিল সিবিআই।

Anubrata Mondal : ‘ভালো নেই…’, জেল থেকে হাসপাতাল যাওয়ার পথে জানালেন অনুব্রত
আইনজীবী ইন্দ্রজিৎ সিহ বলেন, “অশোক রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। মোট ১৩ বছরের কারাদণ্ডের নির্দেশ ও মোট ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আরও একজন অভিযুক্ত পুলিশ আধিকারিক নির্দোষ প্রমাণিত হয়েছে। আমার এই নিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *