Purulia News : স্কুলের হস্টেল থেকে রহস্যজনকভাবে উধাও সপ্তম শ্রেণির ছাত্র, খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ – purulia english medium school student lost police started investigation


West Bengal News : পুরুলিয়া (Purulia) শহরের একটি নামী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রাবাস (Hostel) থেকে এক পড়ুয়া নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির আবাসিক পড়ুয়া জয়ন্ত গোপ (১৩) রবিবার সকাল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানা এলাকার মালঞ্চা গ্রামের বাসিন্দা জয়ন্ত গোপ।

Nadia Primary School : নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের ভবন নির্মাণের অভিযোগ নদিয়ায়, ক্ষোভে কাজ বন্ধ করালেন গ্রামবাসীরা
এদিন তার বাবা হরিপদ গোপ বলেন, “আমি শুক্রবার ছেলেকে এই বিদ্যালয়ে দিয়ে এসেছি। মাঝে শনিবার দিন ছেলেটি থাকল। আর আজ সকালে বিদ্যালয় থেকে আমার কাছে ফোন যায় যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না”। শনিবার রাতেও বিদ্যালয়ের একজনের ফোন থেকে তিনি ছেলের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন হরিপদবাবু।

DA Protest In Nadia School : রাজ্যজুড়ে ডিএ চেয়ে কর্মবিরতির মধ্যে অভিনব চিত্র নদিয়ায় স্কুলে, কী করলেন শিক্ষকরা? জানুন
তিনি আরও বলেন, “ঘটনার কথা জানতে পেরে আমি তড়িঘড়ি করে এখানে ছুটে আসি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাঁরা এই দিন আমার ছেলেকে ঘুম থেকে তুলেছে সকাল সাড়ে পাঁচটা নাগাদ তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিদ্যালয়ে নিরাপত্তারক্ষী আছে CCTV ক্যামেরা বসানো আছে, এতবড় বাউন্ডারি আছে, আমার ছেলেটি এত নিরাপত্তা বলয় ভেদ করে কোথায় চলে গেল? আমি বুঝতে পারছি না।

South 24 Parganas News : হাতে সারাক্ষণ মোবাইল! মায়ের বকুনি খেয়ে অভিমানে ঘরছাড়া সপ্তম শ্রেণির পড়ুয়া, তারপর…
বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি আমার ছেলেকে ফিরিয়ে দিন”। যদিও পুরুলিয়া শহরে ঢোকার মুখে বাসস্ট্যান্ডের নিকট অবস্থিত এই বিদ্যালয়ের ছাত্র নিখোঁজের ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যালয়ের অধ্যক্ষা অর্চিতা সেন বলেন, “ঘটনার কথা জানার পরই আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

Primary School : ‘বাবার সামর্থ্য নেই…’, শিশুর পেনসিল বক্সের আবদার রাখতে উপহার নিয়ে হাজির ‘এসপি কাকু’
সকাল সাড়ে ৬ টা বা ৬ টা ৪৫ মিনিট নাগাদ বিষয়টি আমি জানতে পারি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে জানানোর পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি ছেলেটির খোঁজ মিলবে”। বিদ্যালয়ের CCTV ক্যামেরাটি খুঁটিয়ে দেখার জন্য লোক ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Mid Day Meal : লেগ পিস স্যারদের, বাচ্চাদের পাতে গিলে-মেটে! মালদার স্কুলে মিড-ডে মিল নিয়ে জোর বিতর্ক
ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য এদিন সন্ধ্যা নাগাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রটির বাবা বলে তিনি জানান। ঘটনায় অভিযোগ পাওয়ার পরই পুরুলিয়া সদর থানার পুলিশ ছেলেটির সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে কোনও মন্তব্য না পাওয়া গেলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, পুলিশ ইতিমধ্যেই স্কুলের হস্টেলে গিয়ে খোঁজ খবর শুরু করেছে। CCTV ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। কথা বলা হবে হস্টেলের অন্যান্য আবাসিক ছাত্রদের সঙ্গেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *