উলুবেড়িয়া পুরসভার ২২ নং ওয়ার্ডের উলুবেড়িয়া বাজারের কাছে বাম আমলে তৈরি করা হয়েছিল রবীন্দ্র ভবনটিকে। পরবর্তী সময়ে রাজ্য নতুন সরকার ক্ষমতায় আসার পর রবীন্দ্র ভবনটিকে নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। প্রেক্ষাগৃহে আসন সংখ্যা বৃদ্ধি ছাড়াও আলোকসজ্জা ও বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয় প্রেক্ষাগৃহটিকে।
যদিও প্রেক্ষাগৃহটি শীততাপ নিয়ন্ত্রিত না হওয়ায় সমস্যায় পড়ছিল বিভিন্ন সময় প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যা তীব্র আকার নিত। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ নাগরিক শহরের ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহটিকে শীততাপ নিয়ন্ত্রিত করার ব্যাপারে একাধিকবার উলুবেড়িয়া পুরসভার কাছে আবেদন জানায়।
আর সেই আবেদনের ভিত্তিতে এবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনকে নতুন ভাবে সাজানোর উদ্যোগ নিল উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর রবীন্দ্র ভবনকে শীততাপ নিয়ন্ত্রিত করা ছাড়াও বর্তমান আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়াও ভিতরে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে।
এই ব্যাপারে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান উলুবেড়িয়া রবীন্দ্র ভবন শীততাপ নিয়ন্ত্রিত না হওয়ায় সমস্যা হচ্ছিল। সেই কারণে প্রেক্ষাগৃহটিকে শীততাপ নিয়ন্ত্রিত করা ছাড়াও নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের কাছে ডিপিআর পাঠানো হয়েছে।
অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানান চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান। এই বিষয়ে ইনামুর রহমান বলেন, “বেশ অনেকদিন ধরেই অনেক অভিযোগ আসছিল রবীন্দ্র ভবন নিয়ে। সব থেকে বেশি যে অভিযোগ আসছিল সেটা হল শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা নিয়ে।
গ্রীষ্মকালে অনেকেই রবীন্দ্র ভবন বুক করে এই জন্য সমস্যায় পড়েছেন। সেই নিয়ে পুরসভার কাছে অনেকেই অভিযোগ জানিয়েছিলেন। আর সেই সূত্রেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে”। মাস তিনেকের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে আশা করছে পুরসভা কর্তৃপক্ষ।