শিলিগুড়ি জেলা হাসপাতালে আউটডোরে প্রতিদিন প্রচুর মানুষ আসেন ডাক্তার দেখানোর জন্য। কয়েকশো মানুষের ভিড় থাকে আউটডোরগুলিতে। আর সেখানেই ভিড়ের সুযোগ নিয়ে ব্যাগ থেকে টাকা গায়েব করে দিচ্ছে পকেটমারের দল।
অভিযোগ, শুধু মানিব্যাগ নয়, সাইকেল, বাইক রেখে গেলেই চুরি হয়ে যাচ্ছে। এরপরই বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। পরবর্তীতে হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সংখ্যা বাড়ানো হয়। সিসি ক্যামেরাও লাগানো হয় হাসপাতালে। কিন্তু ,এখনও মাঝেমধ্যে পকেটমারির ঘটনা ঘটছে।
অনুমান, আউটডোরে রোগীদের পেছনে দাঁড়ায় পকেটমার। সুযোগ পেয়ে এরপর ব্লেড দিয়ে ব্যাগ কেটে চুরি করে নেয় টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী। এর মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। যারা ভিড়ের সুযোগ নিয়ে আউটডোরে মহিলাদের লাইনে ঢুকে পড়ে। এরপর ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে পালায়। যদিও এখন পকেটমারের উৎপাত কিছুটা কমেছে বলে জানাচ্ছেন সেখানকার নিরাপত্তারক্ষীরা।
পরিস্থিতি দেখেশুনে শেষমেষ লোকজনকে সতর্ক করতে হাসপাতাল জুড়ে লাগানো হয়েছে সাইন বোর্ড। তাতেই লেখা ‘পকেটমার হইতে সাবধান’।
এর ফলে অনেকেই এখন সতর্ক হয়েছেন বলে দাবি। হাসপাতালে আসা অনিল মাহাতো নামে এক রোগীর আত্মীয় বলেন, হাসপাতালেও যে পকেটমার থাকে তা ভাবা মুশকিল। যেখানে মানুষ সুস্থ হতে আসে সেখানে এভাবে পকেটমার থাকলেও সত্যিই ভাবার বিষয়। এদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্পও রয়েছে। এর আগে পুলিশ হাসপাতাল থেকে বেশ কয়েকজন চোরকেও ধরেছে।