Soumitra Sujata Controversy: ‘চরিত্রহীন-লম্পট-তারকাটা…’, প্রাক্তন স্ত্রীয়ের মন্তব্যে কড়া হুঁশিয়ারি সৌমিত্রের – soumitra khan post message on facebook as reply to ex wife sujata mondal without taking his name


Soumita Khan Sujata Mondal Divorce: প্রাক্তন হওয়ার পথে এককালের প্রেমিক যুগল তথা দম্পতির তিক্ততা চরমে। সাংবাদিক বৈঠকে, কোর্ট রুম পেরিয়ে যুযুধান প্রাক্তন স্বামী-স্ত্রীয়ের ডুয়েল এবার সোশাল মিডিয়ায়। রবিবার স্ত্রী সুজাতা মণ্ডলের ফেসবুকে করা কটাক্ষ ও অভিযোগের জবাব সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমেই দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।


ডিভোর্সের মামলা আদালতে। কিন্তু সম্পর্কের আইনত পরিসমাপ্তির আগেই সামাজিকভাবে সৌমিত্র-সুজাতা দাঁড়ি টেনেছেন বছর দুয়ের আগেই। ভিন্ন রাজনৈতিক দলে যাওয়ার পরেও জীবনের পথও আলাদা হয়ে যায় স্বামী-স্ত্রীয়ের।

Teachers Recruitment Scam: ‘মা কালীর দিব্বি আমি কিছু জানি না…’, তাপসের গ্রেফতারির পর মুখ খুললেন তাঁর স্ত্রী

সোশাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি

‘বিবাহ বিচ্ছেদে’র আইনি লড়াইয়ের মাঝে নয়া মোড়। রবিবারই ফেসবুকে পোস্ট করে অত্যন্ত কড়া ও তীক্ষ্ন ভাষায় প্রাক্তন স্বামী সৌমিত্রর চরিত্র নিয়ে একাধিক অভিযোগ করেন সুজাতা মণ্ডল (Sujata Monadal)। নাম না করে সৌমিত্রকে ‘একজন বদ্ধ পাগল, বুড়ো, চরিত্রহীন, লম্পট, তারকাটা, দলবদলু, দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ’ সহ বেশ কিছু বিশেষণে বর্ণনা করেন। পাশাপাশি ‘শিলিগুড়ির এক বিধবাকে রক্ষিতা বানিয়ে ফূর্তি করা’র বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী সুজাতা।

সৌমিত্রের ফেসবুক পোস্ট

সুজাতার বিস্ফোরক পোস্টের জবাবে মাত্র কয়েক ঘণ্টা পরেই জবাবে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর পোস্ট। তৃণমূল নেত্রী সুজাতার মতো চাঁছাছোলা আর আক্রমণাত্মক ভঙ্গিতে নয়, সংযত অথচ কড়া ভাষায় নাম না করে হুঁশিয়ারি সৌমিত্রর। মনে করা হচ্ছে প্রাক্তন স্ত্রীয়ের উদ্দেশেই তাঁর এই বার্তা।

Soumitra-Sujata Controversy : ‘মাতাল-লম্পট… মহিলা নিয়ে ফূর্তি করে!’ সৌমিত্রর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ সুজাতার

সাংসদ সোমবার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ”মহামান্য আদালতের নির্দেশ অনুসারে ডিভোর্সের সম্পূর্ণ ডিক্রি হয়েছে। আমার কাছে প্রত্যেক নারীর সম্মান সর্বাগ্রে। আমি সম্মান দিতেও জানি এবং রক্ষা করতেও জানি। তাই নিজের সম্মানটা রাখার চেষ্টা করুন।”

অতীত কথা

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ-সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে সৌমিত্র জায়া সুজাতা যোগ দেওয়ার পর থেকেই দু’পক্ষের সম্পর্কে অবনতি ঘটতে থাকে। দু’জনই আলাদা থাকার পাশাপাশি ‘ডিভোর্স’ পর্যন্ত গড়ায় বিষয়টি।

Saumitra Sujata : ‘রাত ৩টেতে ওর অত্যাচারে…’, স্বামী সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা

সুজাতা জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার পরই নাটকীয় ঢঙে সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেন সৌমিত্র ঘোষণা করেন, তিনি সুজাতাকে ডির্ভোস দিচ্ছেন। একইসঙ্গে সাংবাদিকদের সামনে রীতিমতো ভেঙে পড়েন তিনি। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন সুজাতাও। সম্পর্কে উষ্ণতা তো দূরস্থান, সৌজন্যতার ছোঁয়াটুকুও অতীত। তবে সর্বসমক্ষে সৌমিত্র-সুজাতার কাদা ছোড়াছুড়ি নতুন নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *