SSC Scam In West Bengal : দুর্নীতি চক্রের শীর্ষে পৌঁছতে ২১ এজেন্ট – ssc scam in west bengal cbi found 21 agent in this case


এই সময়: স্কুলে নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ এবং আরও বেশ ক’কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি (ED)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতাকে গ্রেপ্তারও করা হয়। তারপর ধাপে ধাপে ইডি ও সিবিআইয়ের জালে ধরা পড়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি-র বেশ ক’জন কর্তা।

TET Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস
দুই তদন্তকারী এজেন্সির দাবি, সব মিলিয়ে এই দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত ও ফ্রিজ় করা সম্পত্তির মূল্য ১১১ কোটি টাকার বেশি। কিন্তু হাজার হাজার চাকরিপ্রার্থীর থেকে কোটি কোটি টাকা তুলতেন কারা? সিবিআই জেনেছে, এই চক্রে রাজ্য জুড়ে অন্তত ২১ জন এজেন্ট টাকা তুলেছেন চাকরিপ্রার্থীদের থেকে।

Kuntal Ghosh : কুন্তল কি সোমবারেই সিবিআইয়ের হাতে? বড় কিছুর ইঙ্গিত
তাঁদের তালিকাও তৈরি করেছেন তদন্তকারীরা। এঁদের ধাপে ধাপে জেরা ও গ্রেপ্তারির প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতির পিরামিডের মাথার খোঁজ এই ২১ জনের সূত্রে মিলতে পারে বলে মনে করছে সিবিআই। এজেন্ট হিসেবে কাদের দেখা হচ্ছে? বাগদার ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, শেখ শাহিদ ইমামের মতো যাঁরা বিভিন্ন স্তরে চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং টাকা নিতেন – এঁদেরই ধরা হচ্ছে এই তালিকায়।

Kuntal Ghosh : সূত্র মোবাইল, ‘এজেন্ট’ কুন্তল সিবিআই- নজরে
সিবিআইয়ের দাবি, আরও অনেকে রাজ্যজুড়ে এই চক্র চালিয়েছেন। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায় থেকে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের একে একে হেফাজতে নেওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। চাকরিপ্রার্থীদের কাছ থেকে এই এজেন্টরা টাকা তুলে নিজেরাই বা কোনও মিডলম্যান মারফত পৌঁছে দিতেন পিরামিডের শীর্ষে থাকা প্রভাবশালীদের কাছে।

SSC Scam In West Bengal : ‘লক করে দিই?, তার কী হল!’ ক্ষুব্ধ কোর্ট
এই তালিকায় যেমন পার্থ চট্টোপাধ্যায় বা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যরা আছেন, তেমনই রয়েছেন শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক। এর আগে স্কুলে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিকবার কোর্টের কড়া প্রশ্নে পড়েছে সিবিআই।

TET Scam News: টাকা দিলেই চাকরি নিশ্চিত, না হলে সুদ সমেত মূলধন ফেরাতেন ‘সৎ রঞ্জন’ বলে দাবি
কেন সব অভিযুক্তকে ধরা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। তারপরেই পরপর বেশ ক’টি গ্রেপ্তারি হয়েছে। সিবিআই সূত্রের দাবি, রাজ্যজুড়ে হাজারেরও বেশি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রার্থীদের টার্গেট করা হতো এই দুর্নীতিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *