Sundarban : বেআইনি নির্মাণ ভাঙতে বলল পরিবেশ কোর্ট – sundarban environment court asked to demolish the illegal construction


এই সময়: পরিবেশরক্ষা সংক্রান্ত মামলায় বড় জয় পেল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। ফোরামের দায়ের করা একটি মামলায় দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দুলকি গ্রামের একটি হোটেল ১৪ মে-র মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। জাতীয় পরিবেশ আদালতের এই রায়ে খুশি পরিবেশকর্মীরা। বাংলার উত্তরের পার্বত্য ডুয়ার্স এবং উপকূলবর্তী সুন্দরবন-দুই এলাকাই ভরে গিয়েছে বেআইনি নির্মাণে।

Sundarban News : সুন্দরবনের মাতলা নদীর চরে চলছে ম্যানগ্রোভ চুরি! ক্ষোভ স্থানীয়দের
পরিবেশ দূষণ পৌঁছেছে ভয়াবহ জায়গায়। প্রশাসনিক নজরদারি থাকলেও পরিবেশরক্ষায় স্থানীয় মানুষের তৎপরতার যে কোনও বিকল্প নেই, সেটাই আবার প্রমাণ করলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা। দুলকি গ্রামের ওই হোটেলটির নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হন।

Sundarban Doctor : ‘গরিবের ভগবান’, বিনা পারিশ্রমিকেই ১০ বছর ধরে চিকিৎসা সুন্দরবনের ডাক্তার ফারুকের
দুলকি গ্রামে দত্তা নদীর পাড়ে প্রায় সাড়ে আট একর জায়গায় তৈরি হয়েছিল হোটেলটি। উপকূলরক্ষা আইনকে নস্যাৎ করে হয়েছে এই নির্মাণ। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের দায়ের করা মামলায় আদালত ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। পরিদর্শনকারী প্রতিনিধিরা আদালতকে জানায়, হোটেলটির ৭৫ শতাংশের বেশি নির্মাণ নিয়ম মেনে হয়নি।

Sundarban Police : জাহাজের যন্ত্রাংশ কেটে চুরির অভিযোগ, সুন্দরবন থেকে গ্রেফতার ৮
কোস্টাল রেগুলেশন জোনের নো ডেভেলপমেন্ট জোন এলাকাতেই হয়েছে হোটেলটির ৬৫ শতাংশের বেশি অংশ। এর পরই ওই হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়। ১৪ ফেব্রুয়ারি এই মামলার চূড়ান্ত রায়ে জাতীয় পরিবেশ আদালত জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে তৈরি একটি বিশেষ কমিটিকে নির্দেশ দিয়েছে তিন মাস অর্থাৎ ১৪ মে-র মধ্যে হোটেলটি ভেঙে ফেলতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *