TMC Leader Murder : বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুনে ৫ BJP কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, এলাকার দখল নিয়ে লড়াই? – tmc leader murder case filed complaint against 5 bjp workers


South 24 Parganas News : রবিবার সন্ধ্যেয় তিন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা হয়ে মারা যান দক্ষিন ২৪ পরগনার (South 24 Parganas) জেলার বিষ্ণুপুরের তৃণমূল নেতা সাধন মন্ডল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ BJP কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। শুভাশিস মন্ডল, স্বপন মন্ডল, তাপস মন্ডল, অরুন মন্ডল ও স্বরুপ মন্ডলের নামে অভিযোগ দায়ের।

Dilip Ghosh : ‘পুলিশ এখন গুন্ডা বাঁচানোর কাজ করছে…’ নিশীথের ‘বাড়ি ঘেরাও’ ইস্যুতে মুখ খুললেন দিলীপ
প্রত্যেকেই এলাকার স্থানীয় বাসিন্দা এবং BJP কর্মী হিসেবে পরিচিত। এই খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন সাধনের ভাইপো খোকন মন্ডল। এদিন সাধনের মা ও বোন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক কারণেই এই খুন। সাধন এলাকায় দক্ষ সংগঠক ছিল। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে”।

TMC Conflict : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রায়না, চলল গুলি! জখম ২
তৃণমুল কংগ্রেসের (Trinamool Congress) আঁধারমানিক অঞ্চলের সভাপতি পিন্টু সর্দার অভিযোগ করেন, “একাধিকবার সাধনকে হুমকি দেওয়া হয়েছে। সাধনকে BJP-তে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সাধনকে দলে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় নিজেদের সংগঠন শক্তিশালী করতে চাইছিল BJP”।

Trinamool Congress : বালুরঘাটে ৩৫০ কর্মীর তৃণমূলে যোগদান! বিজেপির দাবি, ‘ভুয়ো…’
এই বিষয়ে BJP-র ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটু পালটা বলেন, “তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুনের ঘটনা। এর সঙ্গে দূরদুরান্ত পর্যন্ত BJP-র কোনও সম্পর্ক নেই”। এলাকা কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে তার অভিযোগ। তিনি আরও বলেন, “পুলিশ সঠিকভাবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক”।

South 24 Parganas News : স্কুলে দেখা নেই শিক্ষকদের, ছাত্রছাত্রীর জায়গায় ক্লাসরুম দখল গবাদি পশুদের!
এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বলেন, “এলাকায় দক্ষ সংগঠক ছিল সাধন। পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে খুন করে এলাকায় BJP মানুষের মনে ভয় ধরিয়ে সংগঠনের ভিত শক্ত করতে চাইছে। এই ঘটনার পিছনে BJP, CPIM ও কংগ্রেসের যোগ আছে। আগে এলাকায় যারা CPIM করত তারাই এখন BJP করছে। তারাই এই খুন করিয়েছে”।

TMC Conflict : রায়নায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় চলল গুলি, ধৃত ২
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে দলের কোনও গোষ্ঠীকোন্দল নেই বলে দাবি করেন তিনি। এদিকে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করছে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে”।

Nisith Pramanik: শাহের প্রতিমন্ত্রী নিশীথের ‘বাড়ি ঘেরাও’ তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা
এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে। যদিও পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, খুনের বদলা নিতেই খুন করা হয়েছে সাধন মণ্ডলকে। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি পুলিশের। সুপারি কিলার লাগিয়ে আঁধারমানিক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করা হয়েছে বলে অনুমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *