Vidyasagar Setu : দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, সাত সকালেই আত্মহত্যার চেষ্টা ব্যক্তির – howrah a person jumped from vidyasagar setu in morning


Howrah News : ফের দ্বিতীয় হুগলি সেতুর (Vidyasagar Setu) থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ কলকাতা থেকে হাওড়া (Howrah) আসার সময় কলকাতার এক ব্যক্তি নিজের বাইক ব্রিজের উপর দাঁড় করিয়ে হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেন।

Kolkata Police : দিনে দুপুরে কলকাতা পুলিশের নাম করে ছিনতাইয়ের অভিযোগ, ধৃত ২
পিছন থেকে আসা এক ব্যক্তি তাঁকে বাঁচাবার জন্য এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলেও তিনি আটকাতে পারেননি। পরে ওই ব্যক্তি এসে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে কর্মরত পুলিশ আধিকারিকদের এই ঘটনার খবর দেন। খবর পেয়েই ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশরা (Traffic Police)।

Passport Verification : ‘সবার উপর স্ত্রী সত্য’, বউয়ের আবদার রাখতে পুলিশ সিস্টেম হ্যাক স্বামীর
তাঁরা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির বাইকটি উদ্ধার করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বাইকটির নম্বর থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তির নাম পরিচয় ও বাড়ির ঠিকানাও জোগাড়ের চেষ্টা চলছে। এছাড়াও তল্লাশি শুরু হয়েছে নিকটবর্তী নদীঘাট ও গঙ্গা নদীর মধ্যবর্তী এলাকাতেও।

Fishing Cat : ফের বাঘরোল পিটিয়ে মারার অভিযোগ, শ্যামপুরের গ্রেফতার ২
যে প্রত্যক্ষদর্শী ওই ঝাঁপ দেওয়া ব্যক্তিকে বাঁচাতে যান তাঁর নাম হায়াত আলি। এই ঘটনা প্রসঙ্গে ওই ব্যক্তি জানান, “আমি সেতুর ওপর দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি বাইক ধারে দাঁড় করানো। প্রথমে অতটা গুরুত্ব না দিলেও একটু সামনে আসতেই দেখি বাইকটি ধারে রেখে এক ব্যক্তি চলে গিয়েছেন সেতুর ধারে রেলিংয়ে।

চটজলদি বুঝে যাই যে ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দিতে চলেছেন”। ওই ব্যক্তি আরও বলেন, “ওই ব্যক্তিকে আমি ঝাঁপ দিতে বারন করে তাড়াতাড়ি গিয়ে তাঁর হাতটা ধরি, কিন্তু মুহূর্তের মধ্যে তিনি আমার হাত ছাড়িয়ে নদীতে ঝাঁপ দেন। সেই সময় আর কিছু করার ছিল না।

Uluberia Foot Over Bridge : আচমকা ডাম্পারের ডালা খুলে ফুটব্রিজে আটকে বিপত্তি! দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত উলুবেড়িয়ায়
উপায় না দেখে আমি এসে ট্রাফিক গার্ডকে খবর দিই”। হায়াত আলির আফসোস, আর একটু আগে এলে তিনি হয়ত ওই ব্যক্তিতে আটকে দিতে পারতেন। উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা বা আত্মহত্যার চেষ্টা করা নতুন নয়। গত বছরেই টালিগঞ্জের বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্র দ্বিতীয় হুগলি সেতুর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

West Bengal Local News : ‘চুরি করিনি…’, উলুবেড়িয়ায় হাসপাতালে ভেন্টিলেটর লোপাট কাণ্ডে দাবি অভিযুক্তদের
সেইসময় এনডিএফ কর্মীর চোখে পড়ে যায় সে। তাঁরই তৎপরতায় ওই ছেলেটিকে বাঁচানো সম্ভব হয়। সেই যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *