মাধ্যমিকের প্রথম দিনেই বনধের ডাক পাহাড়ে, শিলিগুড়িতে কড়া অবস্থান মমতার । mamata banerjee says that she will not tolerate strike on the first day madhyamik examination 2023


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাঁর আগেই পাহাড়ে বন্ধ ডাকার সিদ্ধান্ত নিলেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা। পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য অনশনেও বসেছেন তাঁরা। যদিও তাঁরা জানিয়েছেন যে তাঁদের আন্দোলনের জেরে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে দাঁড়িয়ে তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

বন্ধ সমর্থনকারী নেতারা জানিয়েছেন তাঁরা বন্ধের ডাক দেননি। তাঁরা সেই মানুষকে বাড়ি থেকে না বেরনোর আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি কেউ যদি বাড়ি থেকে না বেরন তাহলে তাঁরা সেটা মেনে নেবেন অন্যদিকে কেউ যদি তাঁদের আবেদন না মানেন তাহলেও তাঁরা কিছু বলবেন না। পাশাপাশি তাঁরা জানিয়েছেন যে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা তাঁরা করবেন না।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘পাহাড়ে কোনও বনধ হবে না’, শিলিগুড়িতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে শিলিগুড়িতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাহাড়ে কোনও বনধ হবে না’। শিলিগুড়ির সভায় সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘কেউ রাস্তায় বসে পড়ল, আর স্কুলছাত্রী স্কুলে পৌঁছতে পারল না, পরীক্ষা দিতে পারল না। তার দায় কে নেবে? কেউ যেন ভুলেও একাজ করবেন না। আমি রাজনৈতিক দলগুলির কাছে বলব’।

তিনি আরও বলেন, ‘আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বনধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বনধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন‍্ধ চলবে না। ২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন‍্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না’। বাংলায় কোনও বনধ হবে না। কারখানা চলবে, রাস্তা সচল থাকবে’।

আরও পড়ুন: Gorkhaland: বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে ক্ষোভ! ১২ ঘন্টার পাহাড় বন্ধের ডাক গুরুং-বিনয়দের

পশ্চিমবঙ্গে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন অনুসারে, পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হবে এবং চার মার্চ, ২০২৩ পর্যন্ত চলবে। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টে পর্যন্ত একটি শিফটে পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষার রেজাল্ট বেরবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।         

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *