Amar Bangla Card : প্রবাসী বাঙালিদের জন্য ‘আমার বাংলা’ কার্ডের পরিকল্পনা নবান্নর, মিলবে বিশেষ সুবিধাও – west bengal government going to start amar bangla card for nri bengalis for investment


তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে শাসকদলের নেতামন্ত্রীরা প্রকাশ্যে জানিয়েছিলেন যে এবার তাদের লক্ষ্য কর্মসংস্থান ও রাজ্য বিনিয়োগ নিয়ে আসা। প্রায় দু’বছর কেটে গেলেও রাজ্যে বড় ধরনের বিনিয়োগের খরা এখনও কাটেনি।

বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এবার প্রবাসী বাঙালিদের কাজে লাগাচতে চাইছে রাজ্য সরকার। জানা গিয়েছে প্রবাসী বাঙালি ও বিদেশে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ ধরনের পরিচয়পত্র দিতে উদ্যোগ নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী প্রত্যাখ্যান, ৫৩ হাসপাতালকে ১০ কোটির বেশি জরিমানা
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য ‘আপন বাংলা’ কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাণিজ্য সম্মেলনে সহজেই হাজির হতে পারবেন প্রবাসী ভারতীয়া। তবে জানা গিয়েছে, প্রবাসীদের বাঙালিদের বেশি অগ্রাধিকার দিচ্ছে রাজ্য। কারণ বিদেশে বসবাসকারী অনেক বাঙালি বাংলার জন্য কিছু করতে চান।

রাজ্য প্রশাসনের অন্দরের খবর এই প্রবাসী বাঙালি ও ভারতীয়দের বিশেষ পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া পুরোদমে শুরু হলেই রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ অনেকটাই প্রসারিত হবে বলে মনে করছে সরকার। ‘আপন বাংলা’ কার্ডে অনাবাসী ভারতীয়দের যাবতীয় তথ্যের উল্লেখ থাকবে। পাসপোর্ট নম্বরের পাশপাশি তাদের পৃথক রেজিস্ট্রেশন নম্বরও দেওয়া হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি তিনি কোন দেশের বাসিন্দা তারও উল্লেখ থাকবে।

Nabanna : সমবায় ব্যাঙ্ক ও সমিতিকে দায়িত্ব রাজ্য সরকারের বহু প্রকল্প রূপায়ণের
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার ‘আপন বাংলা’ নামে একটি পোর্টোলও চালু করতে চলেছে। প্রবাসী বাঙালি ও ভারতীয়রা এই পোর্টালের মাধ্যমে সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেখান থেকে কার্ডের জন্য আবেদনও করা যাবে। পোর্টালে ব্যক্তিগত যাবতীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করলেই পরিচয়পত্র তৈরি হয়ে যাবে বলেও জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পোর্টাল চালুর পাশাপাশি চালু করা হবে বিশেষ সহায়তাকেন্দ্রও। প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য বিশেষ পর্যটন পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এই কার্ড থাকলেন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ওই কার্ডের মাধ্যমে সহজেই যোগাযোগ করা যাবে। এমনকী বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকারও দেওয়া হবে।

WB Budget 2023: রাজস্ব বৃদ্ধিই মূল লক্ষ্য, ‘জনমুখী’ প্রকল্পে বাড়বে বাজেট বরাদ্দ?
রাজ্য সরকার এবার বিনিয়োগ ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছে। রাজ্য বিধানসভা বাজেটের পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল, “এটা কর্মসংস্থানমুখী বাজেট। এই বাজেটের ফলে রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে।” ‘আপন বাংলা’ কার্ড থেকে রাজ্যে বিনিয়োগ আসে কিনা, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *