BJP West Bengal : বাড়ির অদূরেই BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যমৃত্যু ঘিরে বালুরঘাটে শুরু তরজা – bjp worker hanged body found from jungle in dakshin dinajpur balurghat


West Bengal Local News: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ গাছ থেকে উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। মৃত বিজেপি বুথ সভাপতির নাম সমীর পাহান (৪০)। তাঁর বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত বিজেপি কর্মী পেশায় শ্রমিক।

কালাইবাড়ি বুথের সভাপতি ছিলেন ওই ব্যক্তি৷ মঙ্গলবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের নামাডাঙা ফরেস্ট থেকে সমীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এদিকে যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জায়গা থেকে এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই অভিযোগ পরিবার ও বিজেপির৷ নেতৃত্বের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

Balurghat Suicide : শিবরাত্রিতে শাড়ি নিয়ে মায়ের সঙ্গে বচসা, অভিমানে ‘আত্মঘাতী’ বালুরঘাটের তরুণী
গোটা ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই বলেই জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।

মৃত বিজেপি কর্মীর পরিবার ও দলীয় নেতৃত্ব জানিয়েছেন এই ঘটনায় তাঁরা পুলিশের দ্বারস্থ হবেন। বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে। এই ঘটনা নিয়ে টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছে তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রির দিন থেকেই বাড়ি ফেরেননি সমীর। তবে বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন। অবশেষে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

Madhyamik Candidate : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি ফিরেই আত্মঘাতী স্কুলের ফার্স্ট গার্ল, রহস্য
এদিন সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Murshidabad News : বউদির সঙ্গে ত্রিকোণ প্রেম! ৭ বছর পর মহিলার বাগানে মিলল ‘নিখোঁজ’ যুবকের হদিশ
বিজেপি কর্মীর আত্মীয় সৌমেন পাহান বলেন, “সমীর বিজেপি করত।তার জন্য হয়ত, তাকে ধমকি দেওয়া হত। আজকে বাড়ি থেকে অনেক দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যা দেখে আত্মঘাতী বলে মনে হচ্ছে না। সমিরকে খুন করা হয়েছে বলেই আমাদের অনুমান।”

এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সুভাষ চাকি। তিনি বলেন, “যে কোনa মৃত্যু আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। তবে আমার মনে হয় সে আত্মহত্যা করেছে। ওর পরিবারের খুনের অভিযোগ সত্যিও হতে পারে। তবে যাই হোই, এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *