Durgapur News: মৃগী থেকে মাইগ্রেন নিয়ে যুগান্তকারী সাফল্যের স্বীকৃতি, বিশ্বের দরবারে সম্মানিত দুর্গাপুরের চিকিৎসক – durgapur dr prabin yadav getting international honor from america of neurology


বিশ্বের দরবারে আবারও সম্মানিত দুর্গাপুরের চিকিৎসক। অ্যাকাডেমি অফ নিউরোলোজি সংস্থার তরফ থেকে ফেলো অর্থাৎ সহকর্মী সম্মানে ভূষিত হলেন দুর্গাপুরের স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ প্রবীণ যাদব। এক মাস আগেই আমেরিকা অ্যাকাডেমি অফ নিউরোলোজি সংস্থার তরফ থেকে ভলেন্টিয়ারী সার্ভিস (Volunteer Service) সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।যা আগামী এপ্রিল মাসে আমেরিকার বোস্টনে তাঁর হাতে তুলে দেওয়া হবে। সংস্থার তরফ থেকে শনিবার ই- মেইল মারফত খবরটি জানানো হয় চিকিৎসককে।

কেন বিশেষ এই সম্মান


প্রসঙ্গত সারা বিশ্বের ৪০ হাজার স্নায়ুরোগ চিকিৎসক সদস্য রয়েছেন আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলোজিতে (America of Neurology)। ভারতবর্ষ থেকেও প্রতিষ্ঠিত প্রায় ৫০০ স্নায়ুরোগ বিশেষজ্ঞেরাও এই সংস্থার সদস্য হয়েছেন ।প্রতিবছর সারা ভারতবর্ষ থেকে দুবার এই ফেলো দেওয়া হয়। যার মধ্যে মূলত ৫০ উর্ধ্ব বয়সী চিকিৎসকের সংখ্যাই বেশি। তবে ডঃ যাদব মাত্র ৪২ বছর বয়সে এই সম্মান অর্জন করেছেন। এমনকী বাংলার ৮৮ বছরের ইতিহাসে সারা বাংলা থেকে তার আগে দুইজন এই সম্মান পেয়েছিলেন। আবারও বছর ৫ পর বাংলার কোনও চিকিৎসক এই সম্মান পেল বলে তিনি জানান। সামজিক পরিষেবা ও বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী কাজকর্মে তার অবদানের জন্যই তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। মৃগী-মাইগ্রেনের মতো সমস্যা নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজই এ সম্মান এনে দিল বলে মত সকলের।

Valentine’s Day 2023 : ‘তোমাকেই মনে ধরেছে তাই…’, কেমন ছিল উনবিংশ শতাব্দীর কলকাতার প্রেমকাহিনি?

ডঃ প্রবীণ যাদবের সাফল্য

উল্লেখ্য, epilepsy বিশিষ্ঠ স্নায়ুরোগ চিকিৎসক ডঃ প্রবীণ যাদব (Dr. Praveen Yadav) বিগত এক দশক ধরে দুর্গাপুরের বুকে সুনামের সাথে চিকিৎসা করে চলেছেন।বহু রোগী তার পরিষেবায় সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে বিবেকানন্দ হাসপাতাল সহ একাধিক জায়গায় তিনি চিকিৎসা করেন।দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে তার একটি ক্লিনিকও রয়েছে। সম্মান পেয়ে আপ্লুত প্রবীণ বাবু। তিনি জানান তার কাছে এই সম্মান আরও মানুষকে সেবা করার জন্য উদ্ভুদ্ধ করবে। প্রবীণ বাবুর সাফল্যে খুশী দুর্গাপুর শিল্পাঞ্চলবাসীও।

Durgapur Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে ধাক্কা গাড়ির, দুর্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু ২ ডাক্তারি পড়ুয়ার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *