Hooghly Shootout : যাত্রী সেজে গাড়ি ছিনতাই, GT Road-এ শ্যুটআউটের পিছনে চর্চিত ‘বিহারি গ্যাং’? – bihar gang planned to snatch mahindra scorpio car and killed the driver on hooghly gt road


West Bengal Local News : পাঁচদিনে চারবার রাজ্যে একের পর এক শ্যুটআউটের ঘটনায় ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসানসোল, গোয়ালপোখর, জগদ্দলের পর সোমবার হুগলিতে জিটি রোডের (GT Road) উপর গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। জিটি রোড রাজ্যের অন্যতম ব্যস্ত রাস্তা। প্রকাশ্যে সেখানে কেন ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হল, সেই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

হুগলি-বর্ধমান সীমানা লাগোয়ায় পাণ্ডুয়ার বোরাগড়ি এলাকায় এদিন এই শ্যুটআউটের (Hooghly Shootout) ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। উদয়ন বিশ্বাস (৫৩) নামে ওই ব্যক্তি খুনের ঘটনায় তদন্তে নেমে হুগলি গ্রামীণ পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠেছে এসেছে। গাড়ি ছিনতাইয়ের উদ্দেশে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Hooghly Shootout : ফের শ্যুটআউট, জিটি রোডে স্করপিও থেকে নামিয়ে ব্যক্তিকে পরপর গুলি
খুনের পর ধাওয়া করে পুলিশ একজনকে পাকাড়াও করে। তাঁকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের ঘটনার পিছনে বিহারের একটি গ্যাং জড়িত। ৪ দুষ্কৃতীদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুণ্ডু এই প্রসঙ্গে বলেন, “বর্ধমান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। মৃত ব্যক্তি গাড়ির ড্রাইভার। বর্ধমানের নারীমোড় এলাকা তাঁর বাড়ি। বর্ধমান থেকে গাড়িটি ভাড়া করে নিয়ে হুগলির দিকে যাওয়া হচ্ছিল। মাঝপথে চালককে গাড়ি থেকে নামিয়ে গুলি করা হয়।”

Raigunge Murder Case : ঝাড়ফুঁক-তন্ত্রমন্ত্র করেও বিয়ের ভাগ্য খোলেনি! গুণিনকে কুপিয়ে খুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা রঙের স্করপিও গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশে গাড়ি চালককে খুন করা হয়। খুনের পর Scorpio গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই চার দুষ্কৃতী। পাণ্ডুয়া থানার পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে। খন্যানের কাছে দুষ্কৃতীদের গাড়ি খারাপ হয়ে যায়।

গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করে ওই চারজন। পুলিশও তাদের পিছু নিয়ে একজনকে ধরে ফেলে। বাকিরা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Asansol Shootout : আসানসোলের হোটেলে শ্যুটআউটকাণ্ডে তদন্তে CID, অধরা ২ বন্দুকবাজ
অন্যদিকে খুনের পর গাড়ি চালকের বর্ধমানের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত উদয়েনের ছেলে বলেন, “প্রত্যেকদিনের মতো বাবা এদিন সকালে গাড়ি নিয়ে বেরিয়েছিল। এক নম্বর স্টেশনের সামনে বাবা যাত্রীদের তুলে নিয়ে ভাড়া খাটত। সেখানে থেকেই হয়তো এরা গাড়িতে উঠেছিল। আমার বাবাকে খুন করা হয়েছে। আমি দোষীদের শাস্তি চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *