Howrah Bus : প্যাসেঞ্জার তোলা নিয়ে চরম রেষারেষি! হাওড়ায় বাস ভাঙচুর যাত্রীদের – howrah bus ransacked by passengers for overtaking another bus


West Bengal Local News: বেসরকারি বাসের বেপরোয়া গতি ও অন্যান্য বাসের সঙ্গে রেষারেষির কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির প্রতিবাদে যাত্রীরা ভাঙচুর চালালো একটি বাসে। মঙ্গলবার হাওড়াতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল ১১ টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটেছে। পুলিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, হাওড়া থেকে আমতার ঝিকিরা এবং উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট রুটের দুটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়। রাস্তার বেশিরভাগ অংশে দুটি বাসের যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

NBSTC Bus: আচমকা NBSTC-র বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
বিপজ্জনকভাবে বাস দুটির মধ্যে রেষারেষি শুরু হওয়ার পর ঝিকিরা রুটের বাসটি যখন অঙ্কুরহাটির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করে তখন ডিহিভুরসুট রুটের বাসের যাত্রীরা রাস্তায় নেমে আসেন। ওই বাসের বেশ কয়েকজন যাত্রী লাঠি ও লোহার রড নিয়ে অন্য বাসটির উপর চড়াও হয়।

ঝিকিরা রুটের বাসটিতে চলে ব্যাপক ভাঙচুর। লোহার রড দিয়ে বাসটির জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। কাচ লেগে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিবড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট। দুটি বাস এবং তাঁর চালকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন যেভাবে চালকরা বাস চালাচ্ছিলেন যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

Malda Bus : বেসরকারি বাসেও নীল-সাদা রং, চরম বিভ্রান্তির মুখে গৌড়বঙ্গের যাত্রীরা
হাওড়ায় বাসের যাত্রীদের এই ভাঙচুর ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। বাসের এক চালক বলেন, “দুটি বাসের মধ্যে ব্যাপক মাত্রায় রেষারেষি চলছিল। আমার সকলেই ভয়ে ছিলাম। অনেকেই চিৎকার করতে শুরু করে। বারবার বলার পরও চালক কোনও কথা শুনছিলেন না।”

তিনি আরও বলেন, “১৬ নম্বর জাতীয় সড়কের উপর অঙ্কুরহাটি মোড়ে বাসটি আসতেই ওই বাস থেকে যাত্রীরা নেমে এসে ভাঙচুর করে। আমরা আরও ভয় পেয়ে গিয়েছিলাম। বাসে থাকা দু’জনের এই ঘটনা আঘাত লেগেছে। যাত্রীদের জীবন বিপন্ন করে এভাবে কখনওই গাড়ি চালানো উচিত নয়।”

WBTC Bus: হাবড়া-বারাসত থেকে সরকারি বাস পরিষেবা নিয়ে ক্ষোভ, সমস্যা মেনেও দিশা দেখাতে পারলেন না পরিবহণ কর্তারা
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি উল্লারডাবরির ৩১ নং জাতীয় সড়কে সোমবার একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েথে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহতদের সেখান থেকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *