সকালে একটি ট্রাক্টরে করে এই শ্রমিকেরা কাজে যাওয়ার সময় উল্লারডাবরি এলাকায় ৩১ নং জাতীয় সড়কের (NH31) ওপর শ্রমিক বোঝাই ট্রাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা তিনজন শ্রমিককে মৃত বলে ঘোষনা করেন।
বাকি আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। সুমন শেখ, হুসেন শেখ, কমল মাল – এই তিন জনের মৃত্যু হয়েছে। বাকি ১২জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতরা সবাই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক গাড়ি চালক বলেন, “আমি রাস্তার ধারে গাড়ি থামিয়ে জল খাচ্ছিলাম।
ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। হঠাৎ করে ওই ট্রাক্টরটিকে ধাক্কা মারে ওই ট্রাক। ট্রাক্টর থেকে সবাই ছিটকে রাস্তায় পড়ে যান। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা কয়েকজন ও স্থানীয় কিছু বাসিন্দা মিলে সবাইকে উদ্ধার করি। তখন বোঝা যায়নি যে তিনজন মারা গিয়েছেন। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে”।
পুলিশ সূত্রে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা জানতে পারি, একটি ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই শুনেই সবাই দৌড়ে আসি। এসে দেখি ভয়ানক অবস্থা। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
সঙ্গে সঙ্গে সবাই মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ঘটনাস্থলে পরে পুলিশ আসে। পরে শুনলাম তিনজন মারা গিয়েছেন। খুবই খারাপ লাগছে শুনে”। তবে কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের তরফে দাবি করা হয়েছে ভুল লেন ধরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
যদিও স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেছেন এই এলাকায় বড় ট্রাক ও লরিগুলি বেপরোয়াভাবে যাতায়াত করে থাকে। যার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা লেগে থাকে। আর আজ ঘটে গেল এই ভয়ঙ্কর দুর্ঘটনা।