Kolkata To Cooch Behar Flight : কলকাতা-কোচবিহার বিমানযাত্রায় দেরি কেন? পরিষেবা শুরুর দিনেই তরজায় TMC-BJP – kolkata to cooch behar flight starts from today tmc and bjp clash


Kolkata Cooch Behar Flight : আকাশপথেও দড়ি টানাটানি ! মঙ্গলবার শুরু হল কলকাতা থেকে কোচবিহার রুটে ৯ আসন বিশিষ্ট বিমান পরিষেবা। রাজ্য-কেন্দ্র দীর্ঘ সংঘাতের পর অবশেষে চালু বিমানযাত্রা। তবে দীর্ঘসূত্রিতার জন্য দায়ী কারা ? পরিষেবা শুরুর দিনেই বাগবিতণ্ডায় জড়াল তৃণমূল-বিজেপি উভয় শিবির। কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়া প্রথম বিমানের যাত্রী হন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

Kolkata Cooch Behar Flight: শুরু কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা, আগামী 10 দিনের টিকিট ‘হাউসফুল’
তবে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি ছিলেন না। বিতর্কের সূত্রপাত সেখানেই। কোচবিহার রুটে বিমান পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik)। পালটা কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব।

Kolkata To Cooch Behar Flight : আজ বিমান নামবে কোচবিহারে
রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের কথায়, “বিমান চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ভূমিকা থাকে না। তাও, পরিকাঠামোগত ক্ষেত্রে রাজ্য সরকারের যা ভূমিকা থাকা দরকার, তা সরকার ১০০ শতাংশ পূরণ করেছে।” পালটা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, “রাজ্য কোন মুখে প্রতিনিধি পাঠাবে ? তাঁরা চাননা, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ভালো হোক। উত্তরবঙ্গের মানুষকে ওখানে আটকে রেখে ভোট নিতে চায়।”

Udayan Guha : ‘দোষীরা শাস্তি না পাওয়া অবধি নিশীথকে কালো পতাকা দেখানো হবে’, গিতালদহর ঘটনা নিয়ে নিদান উদয়নের
কেন্দ্রীয় নিশীথ আগেই রাজ্য সরকারকে দুষে জানিয়েছিলেন, এয়ারপোর্টে নিরাপত্তা প্রদান সহ অন্যান্য জরুরি পরিষেবা প্রদানের ক্ষেত্রে হাত তুলে নিয়েছে। রাজ্য নিরাপত্তা না দিলে প্রয়োজনে ‘সিআরপিএফ’ দিয়ে বিমান যাত্রার নিদান দিয়েছিলেন তিনি। এখানেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল মন্ত্রী। উদয়ন টিপ্পনী কেটে বলেন, “কোচবিহার কেন্দ্রকে দিয়ে চালানোর চেষ্টা করছে, এরপর তো ছেলেমেয়েরা বিয়ে করতে গেলেও কেন্দ্রের অনুমতি লাগবে হয়তো।”

Asansol News: ‘বঞ্চিত আসানসোল…’, জিতেন্দ্রর অভিযোগের পালটা মাস্টার প্ল্যানের বিবরণ তৃণমূল নেতার
তবে কোচবিহার বিমানবন্দরে মঙ্গলবার রাজ্য পুলিশ, দমকল, অ্যাম্বুল্যান্স সহ সমস্ত জরুরি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন স্বয়ং মাথাভাঙা অ্যাডিশনাল এসপি। ‘বিমান বয়কট’ করা হবে না বলেও আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজেও। তবে বিজেপি শিবিরের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রীর উদ্যোগ নিয়ে বিমান পরিষেবা দ্রুত চালু করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। মুখ রক্ষার্থে তাই সহযোগী পরিষেবা দিতে পিছ পা হচ্ছে না রাজ্য সরকারও।

Udayan Guha : BJP-তে যোগ উদয়নের ভাগ্নির! মামা বললেন, ‘যোগাযোগ নেই…’
প্রসঙ্গত, ৯ আসন বিশিষ্ট বিমানটি সকাল ১১:৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। আপাতত নয় আসনের এই ছোট বিমান চলাচল হবে ভুবনেশ্বর – জামশেদপুর – কলকাতা – কোচবিহার এই রুটে। ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি বিমান সংস্থা এই বিমান চালাবে। আপাতত ঠিক হয়েছে সপ্তাহের সাত দিনই এই রুটে বিমানটি চলাচল করবে। কোচবিহার থেকে কলকাতার ভাড়া ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *