মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাম না করে পাহাড়ের বনধ ডাকা তামাংদের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ”কেউ রাস্তায় বসে পড়ল আর পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছতে পারলেন না তার দায় কে নেবে? ভুলেও কেউ এ কাজ করবেন না। সব রাজনৈতিক দলগুলিকেই বলছি। কোনও বনধ চলবে না। আর কেউ জোর করে বনধ করার চেষ্টা করতে তাঁকে রেয়াত করা হবে না।”
একইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, ”কোনও কোনও রাজনৈতিক দল বছরে একবার জেগে উঠে বনধ ডাকে। আমরা কোনও বনধ করতে দিই না। বনধে কর্মসংস্কৃতি নষ্ট হয়। বাংলাকে খোলা রাখতে হবে। তবে তো এখানে ইন্ডাস্ট্রি হবে, চাকরি হবে। পর্যটন বাড়বে, উন্নয়ন হবে। তবে তো বাংলা হবে। আর কেউ যদি ভাবে পাঁচ বছরে একবার চল নিজের রাজনৈতিক ক্ষমতা দেখাতে বনধ করে দেখাই। তাহলে আমি স্পষ্ট বলে দিচ্ছি তা বরদাস্ত করা হবে না।”
নাম না করে কড়া বার্তা তামাং-এডয়ার্ডদেরও। তিনি বলেন, ”আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে। উন্নয়ন নিয়ে নয়, অশান্তি করতে। ২৩ তারিখ থেকে পরীক্ষা। আমি স্পষ্ট বলে দিচ্ছি। কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে বনধ করতে যায়, আইন হাতে তুলে নেয় তাহলে কাউকে রেয়াত করা হবে না। ভাষা দিবসের মঞ্চ থেকে আমাদের অঙ্গীকার আমরা বঙ্গভঙ্গ হতে দেব না।” সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হতেই ক্ষুব্ধ পাহাড়ের বিরোধীরা। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধীতায় অজয় এডওয়ার্ড-বিনয় তামাংয়েরা ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার বনধ ডাকে। উল্লেখ্যযোগ্যভাবে, বুধবার থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা। পাহাড় থেকে মাধ্যমিক দিচ্ছে ৯ হাজার পড়ুয়া।