Mamata Banerjee: ‘বনধ করার চেষ্টা করলে কাউকে রেয়াত নয়’, তামাংদের বার্তা মমতার – mamata banerjee comment on darjeeling strike in between madhayamik exam


Panchayat Election 2023: দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। উত্তরবঙ্গের মন জয়ে মনোযোগী শাসক দল। এর মাঝেই শিলিগুড়িতে ভাষা দিবস উদযাপন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার বিকেলে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান থেকে তিনি বলেন, ”সব ভাষাকেই সম্মান জানাতে এখানে আসা।” একইসঙ্গে ভাষা দিবসের মঞ্চ থেকে বনধ নিয়ে কড়া বার্তা মমতার।

মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাম না করে পাহাড়ের বনধ ডাকা তামাংদের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ”কেউ রাস্তায় বসে পড়ল আর পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছতে পারলেন না তার দায় কে নেবে? ভুলেও কেউ এ কাজ করবেন না। সব রাজনৈতিক দলগুলিকেই বলছি। কোনও বনধ চলবে না। আর কেউ জোর করে বনধ করার চেষ্টা করতে তাঁকে রেয়াত করা হবে না।”

Darjeeling Strike : মাধ্যমিক শুরুর দিনেই পাহাড় অচলের আশঙ্কা, বনধের ডাক পাহাড়ের বিরোধী শক্তিদের

একইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, ”কোনও কোনও রাজনৈতিক দল বছরে একবার জেগে উঠে বনধ ডাকে। আমরা কোনও বনধ করতে দিই না। বনধে কর্মসংস্কৃতি নষ্ট হয়। বাংলাকে খোলা রাখতে হবে। তবে তো এখানে ইন্ডাস্ট্রি হবে, চাকরি হবে। পর্যটন বাড়বে, উন্নয়ন হবে। তবে তো বাংলা হবে। আর কেউ যদি ভাবে পাঁচ বছরে একবার চল নিজের রাজনৈতিক ক্ষমতা দেখাতে বনধ করে দেখাই। তাহলে আমি স্পষ্ট বলে দিচ্ছি তা বরদাস্ত করা হবে না।”

Mamata Banerjee: ‘লোকে বাংলা জানলেও বলে না…’, একুশের মঞ্চে সরব মমতা

নাম না করে কড়া বার্তা তামাং-এডয়ার্ডদেরও। তিনি বলেন, ”আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে। উন্নয়ন নিয়ে নয়, অশান্তি করতে। ২৩ তারিখ থেকে পরীক্ষা। আমি স্পষ্ট বলে দিচ্ছি। কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে বনধ করতে যায়, আইন হাতে তুলে নেয় তাহলে কাউকে রেয়াত করা হবে না। ভাষা দিবসের মঞ্চ থেকে আমাদের অঙ্গীকার আমরা বঙ্গভঙ্গ হতে দেব না।” সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হতেই ক্ষুব্ধ পাহাড়ের বিরোধীরা। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধীতায় অজয় এডওয়ার্ড-বিনয় তামাংয়েরা ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার বনধ ডাকে। উল্লেখ্যযোগ্যভাবে, বুধবার থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা। পাহাড় থেকে মাধ্যমিক দিচ্ছে ৯ হাজার পড়ুয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *