Medica Hospital Fire Update : অসুস্থ একাধিক দমকল কর্মী! নিয়ন্ত্রণে মেডিকা হাসপাতালের আগুন – medica hospital fire incident dr kunal sarkar briefs about the situation


মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মে়ডিকা হাসপাতালে (Medical Super Speciality Hospital)। জানা গিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগের কাছে স্টোর রুমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি বিভাগ থেকে অধিকাংশ রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যে দমকল কর্মীরা ছিলেন, তাঁদের মধ্য়ে অনেকেই জখম হয়েছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাসপাতাল চত্বর। গোটা ঘটনা নিয়ে কী জানালেন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার।

Medica Hospital Fire : মেডিকা হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী-পরিজনরা

কী বললেন ডা. কুণাল সরকার (Kunal Sarkar)

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ভিতরেই ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “হাসপাতালের স্টোর রুমেই এই আগুন লেগেছে। তবে মূল ভবনের কোনও ক্ষতি হয়নি। রোগীরাও সম্পূর্ণ নিরাপদে রয়েছে। জরুরি বিভাগ থেকে কিছু রোগীকে সরানো হয়েছে। তবে যে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। কারও আঘাত গুরুতর না হলেও ধোঁয়ার জেরে অস্বস্তি শুরু হয়। তাঁদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। গোটা হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে।”

Fire Incident : লেকটাউনের ভিআইপি টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কারণ খতিয়ে দেখছে দমকল
মেডিকা হাসপাতালের (Medical Hospital) স্টোররুমে একাধিক দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা গিয়েছিল। স্টোর রুমের একদম পাশেই হাসপাতালের এমারজেন্সি বিভাগ। ফলে সেখানে যাতে কোনওভাবেই আগুন ছড়িয়ে না পড়ে তা আটকাতে দাহ্য বস্তুগুলি বের করে আনা হয় স্টোর রুম থেকে।

দমকলের তরফে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, এসি-র ডাক্ট পাইপ থেকেই এই আগুন লেগেছিল।

গত বছর নভেম্বর মাসে SSKM হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। রাজ্যের প্রথমসারির এই সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেক রেডিওলজি বিভাগে (SSKM Hospital Radiology Dept Fire) আগুন লেগেছিল। সিটি স্ক্যানের SMPS অর্থাৎ সুইচ মোড পাওয়ার সাপ্লাইতে ৪৪০ ভোল্টের বিদ্যুতের লাইন ঢোকে। জরুরি বিভাগ (SSKM Hospital Emergency) বলে মেশিন চালানো ছিল। সেই কারণেই শর্ট সার্কিট হয়েছে বলে অনুমান দমকল আধিকারিকদের। অন্যদিকে, সম্প্রতি কলকাতার এক্সাইড মোড়ে (Kolkata Exide Fire) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সপ্তাহের প্রথম দিন সকালে ব্যস্ত রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ের একটি শোরুমে আগুন লাগে। সঙ্গে সঙ্গে শোরুমের কর্মচারিরা দমকলে খবর দেন ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *