Medica Hospital Fire : মেডিকা হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী-পরিজনরা – fire at medica super speciality hospital 3 fire tenders at spot


মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ড (Fire At Medica Super Speciality Hospital)। জানা গিয়েছে, বিকেল সাড়ে ৫টা নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ভিজিটিং আওয়ার্সে হাসপাতালের মধ্যে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাইপাসের ধারে কলকাতার এই বেসরকারি হাসপাতালে প্রচুর পরিমাণ রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। অনেকে ওপিডিতে দেখাতেও গিয়েছিলেন। বহু মানুষ পরিজনদের দেখতে হাসপাতালে রয়েছে। তার মধ্যে আগুনের ঘটনা উদ্বেগে ফেলেছে সকলকেই।

Fire Incident : লেকটাউনের ভিআইপি টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কারণ খতিয়ে দেখছে দমকল
গত বছর নভেম্বর মাসে SSKM হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। রাজ্যের প্রথমসারির এই সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেক রেডিওলজি বিভাগে আগুন লেগেছিল। ওই বিভাগের সিটি স্ক্যান সেকশনে প্রথম আগুন ধরে। তারপর গোটা ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়ে। গোটা দো’তলা ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে একের পর এক দমকলের গাড়ি। মইতে করে দো’তলায় উঠে জল দিতে শুরু করেন তাঁরা। ওই বিল্ডিংয়ে কোনও রোগী না থাকায় বরাতজোরে হতাহতের ঘটনা ঘটেনি। তবে গ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আটকে পড়েছিলেন। দমকল কর্মীরা নিরাপদে তাঁদের বের করে নিয়ে আসেন।

Chinar Park Fire Incident : চিনার পার্কে শোরুমে বিধ্বংসী আগুন, তীব্র যানজট
SSKM-এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও হাসপাতালে গিয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সিটি স্ক্যানের SMPS অর্থাৎ সুইচ মোড পাওয়ার সাপ্লাইতে ৪৪০ ভোল্টের বিদ্যুতের লাইন ঢোকে। ঘটনার সময় ওই সেকশনের কর্মীরা নৈশাহারে ব্যস্ত ছিলেন। জরুরি বিভাগ বলে মেশিন চালানো ছিল। সেই কারণেই শর্ট সার্কিট হয়েছে বলে অনুমান দমকল আধিকারিকদের।

Kolkata Exide Fire : এক্সাইড মোড়ে বিধ্বংসী আগুন, জ্বলন্ত টায়ারের শোরুমে আটকে প্রৌঢ় সহ ৩
সম্প্রতি কলকাতার এক্সাইড মোড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সপ্তাহের প্রথম দিন সকালে ব্যস্ত রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ের একটি শোরুমে আগুন লাগে। সঙ্গে সঙ্গে শোরুমের কর্মচারিরা দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাছে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ওই শোরুমের মধ্যে এক প্রৌঢ় সহ তিনজন ব্যক্তি আটকে পড়েছিলেন। কালো ধোঁয়ায় চারপাশে ঢেকে যাওয়ায় অসুস্থ বোধ করতে শুরু করেন তাঁরা। শোরুমের কাঁচ ভেঙে বিশেষভাবে সক্ষম প্রৌঢ়কে বের করে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের উপরের তলগুলিতেও অন্য অফিসগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *