Red Sand Boa : বাজারে মূল্য কোটি টাকা, শিলিগুড়িতে পাচারের আগেই দু’মুখো রেড স্যান্ড বোয়া উদ্ধার – siliguri red sand boa snake smuggling case 4 smugglers arrested by forest department


West Bengal News : বিরল প্রজাতির সাপ পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন চার পাচারকারী। পাচারের আগেই বেলাকোবা রেঞ্জের (Belakoba Range) হাতে উদ্ধার হল রেড স্যান্ড বোয়া সাপ (Red Sand Boa)। সাপটিকে উদ্ধার করা হয় শিলিগুড়ি (Siliguri) থেকে। জানা গিয়েছে, বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছিল রেড স্যান্ড বোয়া নামক একটি সাপ।

সাপটিকে শিলিগুড়ি থেকে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে শিলিগুড়ির সালুগাড়ায় প্রশান্ত লামার বাড়িতে দর দাম শুরু করেন বনকর্মীরা। সেই সময়েই তাঁরা হাতে নাতে ধরে ফেলেন চার পাচারকারীকে।

Wildlife : বন্যপ্রাণের পাচার-দুনিয়ায় ডানা মেলছে ‘কোড নেম’
গ্রেফতার করার পর জেরা করে জানা যায় সাপটিকে চড়া দামে বিক্রি করা হত। বিলুপ্তপ্রায় এই রেড স্যান্ড বোয়া সাপটিকে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল। ধৃত পাচারকারীদের নাম প্রশান্ত লামা, পাসাং লামা, আনোয়ার মিয়া ও অরিন্দম সরকার।

Jhargram News : বিট অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে হাতির মৃত্যু লালগড়ে, কারণ নিয়ে ধোঁয়াশা
এই কয়েকজনের বাড়ি শিলিগুড়িতে। ধৃত আরও এক পাচারকারীর নাম জগদীশ চন্দ্র রায় তার বাড়ি দিনহাটায়। আজ ধৃতদের কোর্টে তোলা হয়। বন দফতরের এক আধিকারিকের মতে, এই ধরনের বিলুপ্তপ্রায় সাপ পাচার সম্পূর্ণরূপে বেআইনি। শুধু এই সাপই নয়, আইন অনুযায়ী যে কোনও ধরনের বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারই বেআইনি।

Siliguri Biriyani : মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়াদের পচা বিরিয়ানি! অভিযোগ ঘিরে হুলস্থূল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
এই ধরনের পাচারকারীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন দফতর। প্রসঙ্গত, কোনওভাবেই থামছে না বন্যপ্রাণী পাচার। দেশি পাচারকারীর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চক্র। ফলে একের পর এক মামলা ও সাজা দিয়েও তা বন্ধ করা যায়নি।

Darjeeling Tourism : দার্জিলিঙে দুর্ঘটনা রুখতে উদ্যোগ পুলিশের, গতিতে লাগাম টানতে বসল স্পিডোমিটার
অর্থলোভী মানুষের লোভে বিপন্ন বিরল ও নানা প্রজাতির প্রাণী। নানান জায়গা থেকে বন্যপ্রাণী পুলিশ ও বন দফতরের চোখে ধুলো দিয়ে এনে এই শিলিগুড়ি বা উত্তরবঙ্গ করিডর হয়ে পাচার করে দেওয়া হচ্ছে। সবসময় যে সবকিছু পাচার হওয়ার আগেই বন দফতরের হাতে ধরা পড়ছে, তা কিন্তু নয়। বন্যপ্রাণী পাচারে শিলিগুড়ি এখন আন্তর্জাতিক রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে।

Bankura News : লোকালয়ে ঢোকা আটকাতে জঙ্গলেই হাতির জন্য ‘ভুঁরিভোজে’-র ব্যবস্থা বন দফতরের
বন দফতর সূত্রে বলা হয়েছে, কড়া ব্যবস্থা বা একের পর এক মামলা ও আদালতের সাজা জরিমানা সত্ত্বেও পাচারকারীদের পাচার থামানো যাচ্ছে না।
ধৃত ৪ জনকে জেরা করে তাঁরা কোন পাচারকারী দলের সদস্য, দলে আর কে কে আছে, বা এদের সঙ্গে আন্তর্জাতিক কোনও যোগাযোগ আছে কিনা, সব কিছুই খতিয়ে দেখে তদন্ত শুরু করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *