Sand Smuggling : অবৈধ বালি পাচার রুখতে তৎপর বীরভূম পুলিশ, দুবরাজপুরে আটক ৬ টি ট্রাক – birbhum sand smuggling police detained 6 trucks


Birbhum : পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বালি পাচার। মূলত ময়ূরাক্ষী, অজয় নদী চর থেকে বালি পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিনের। কোমর বেঁধে নেমেছিল জেলা প্রশাসনও। মঙ্গলবার অবৈধ বালি পাচার রুখতে বড়সড় সাফল্য পেল দুবরাজপুর পুলিশ।

Sand Smuggling : রমরমিয়ে চলছিল বালি পাচার, ফিল্মি কায়দায় অভিযুক্তদের ধরলেন কালচিনির BDO
আটক করা হয়েছে ৬ টি বালি বোঝাই ট্রাক্টর। তবে পুলিশের হাত থেকে বেরিয়ে যায় ট্রাক্টর চালক, খালাসিরা। বালি পাচারের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং পাচার চক্রের সঙ্গে কারা যুক্ত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Hooghly News : প্রকাশ্যে দিবালোকে বালি পাচার আরামবাগে, ক্ষোভ স্থানীয়দের
বীরভূম জেলা পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল বালি পাচার। দীর্ঘদিন ধরেই বালি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। অবশেষে ৬টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ।

Coal Smuggling : পাচারের আগেই ২৫ টন কয়লাসহ উদ্ধার ২ টি ট্রাক, আটক গাড়ির চালক
রবিবার ও সোমবার রাতে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে তরুলিয়া মোড়ের কাছে ৬টি ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ। ৬টি ট্র্যাক্টরের চালক পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, কোনও বৈধ নথি ছাড়াই ওই ট্র্যাক্টরগুলোতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল।

East Medinipur News : গভীর রাতে পুলিশি অভিযানে ভেস্তে গেল পাচার, কাঁথিতে বিপুল গাঁজাসহ গ্রেফতার ২
উল্লেখ্য, এর আগেও অবৈধভাবে বালি বোঝাই বহু লরি ও ট্রাক্টর আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। অবৈধভাবে বালি পাচার রুখতে নেমে পড়েছে বীরভূম জেলা পুলিশ। বেশ কিছুদিন থেকে দুবরাজপুরের বিভিন্ন জায়গার নদী সহ অজয় নদী থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা বালি চুরি করে পাচার করছিল বলে অভিযোগ।

Hooghly News : সংস্কার হয়নি বাঁধ, বর্ষার আগেই বন্যার আতঙ্কে খানাকুলের বাসিন্দারা
জানুয়ারি মাসেই নদীর বুক থেকে বালি পাচার রুখতে বীরভূম জেলা প্রশাসন ড্রোন দিয়ে নজরদারি চালায়। বালি পাচার রুখতে ড্রোন উড়িয়ে চলে নদীর তীরবর্তী অংশে নজরদারি। বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ও খটঙ্গা বালিঘাটে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ।

West Bengal News : উদ্ধারকাজে গতি আনতে বড় পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ডুবুরিদের নিয়ে নয়া টিম
কোথাও বেআইনিভাবে বালি তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় পুলিশের তরফে। বীরভূম জেলায় কয়লা বা গোরু পাচারের পাশাপাশি বালি পাচার নিয়েও দীর্ঘদিন ধরে একাধিক উদাহরণ উঠে এসেছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করেই বালি পাচার চালিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা।

Jalpaiguri Accident : ময়নাগুড়িতে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৩ শ্রমিকের
পাচার রুখতে মাঝেমধ্যেই অভিযানে নামতে হচ্ছে জেলা পুলিশকে। অনেক জায়গা আবার বালি পাচার রুখতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের। তবে আগামী দিনে এরকম অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বীরভূম পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *