West Bengal DA Update : ‘ক্লাস না নিয়ে খালি গল্প…’, DA-র দাবিতে আন্দোলনরত শিক্ষিকাদের ধমক ভাঙড়ের তৃণমূল নেতার – one tmc leader allegedly threatened bhangar girls high school teachers who were protesting for da


রাজ্যজুড়ে DA-র দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মীরা। ২০ এবং ২১ তারিখ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আর এতেই সামিল হয়েছেন একাধিক সরকারি কর্মী। এবার DA-র পাশাপাশি শূন্যস্থানে নিয়োগের দাবিতে প্রতিবাদ করছিলেন ভাঙড় বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা।

কিন্তু, স্কুলে বিনা অনুমতিতে দলবল নিয়ে প্রবেশ করে শিক্ষিকাদের ধমকানোর অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা রাজ্য শাসকদলের নেতা কর্মী বলে পরিচিত বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সাবিরুল ইসলাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মূলত উঠেছে অভিযোগ।

DA Latest News : চাকরি জীবনে ছেদ-নির্দেশিকার পালটা আইনি চিঠি যৌথ মঞ্চের
যদিও সাবিরুলের দাবি, তাঁর মেয়ে ওই স্কুলে পাঠরত। সোমবার স্কুলের শিক্ষিকারা কোনও ক্লাস নেননি বলে অভিযোগ তুলেছেন তিনি। এক্ষেত্রে রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়, মন্তব্য তাঁর।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে কর্মবিরতির পথে হেঁটেছেন রাজ্য সরকারি কর্মীরা। ভাঙড়েও গিয়ে পড়েছে এর আঁচ। ভাঙড় হাই স্কুল ও ভাঙড় বালিকা বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকারাও কর্মবিরতির পথে হেঁটেছেন। কিন্তু, মঙ্গলবার আচমকাই ভাঙড় গার্লস স্কুলে আচমকাই কয়েকজন প্রবেশ করে এবং শিক্ষিকাদের হুমকি দেয় বলে অভিযোগ।

DA News West Bengal : ‘সরকারি নোটিস বেআইনি’, নবান্নকে চ্যালেঞ্জ ছুড়ে কর্মবিরতি সরকারি কর্মীদের
ভাঙড় বালিকা বিদ্যালয়য়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা মণ্ডল বলেন, “শুধু DA-র দাবিতে আমাদের স্কুলে পেন ডাউন হয়নি। শিক্ষক নিয়োগের দাবিতেও হচ্ছে। আজ স্কুল ১৫ থেকে ১৭ জন ছেলে ঢুকে যায়। এরপর তাঁরা বিভিন্ন ধরনের আচরণ শুরু করেন। আমাদের এখানে ক্লাস হয়েছে। আমার প্রতিষ্ঠানে কোনও ক্ষতি হয়নি। শিক্ষার পরিবেশ যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমি বিশেষ নির্দেশ দিয়েছিলাম।”

এই ঘটনায় মূল অভিযোগের আঙুল ওঠে সাবিরুলের বিরুদ্ধে। যদিও তাঁর দাবি, “আমার মেয়ে এই স্কুলে পড়ে। আমি আজ শুনলাম গতকাল কোনও ক্লাস হয়নি। ম্যামরা বসে গল্প করছেন। আমি হেড ম্যামের কাছে গিয়ে জিজ্ঞাসা করায় তিনি বললেন DA-র দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। এটা কেমন প্রতিবাদ! হাজিরার খাতায় সই করে কেন গল্প করছেন!”

Nabanna On DA Strike: DA-র দাবিতে কর্মবিরতিতে অংশ নিলেই শোকজ, কড়া সিদ্ধান্ত নবান্নের
রাজনৈতিক অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মেয়ে এখানে পড়ে। আমি একজন অভিভাবক হিসেবে এখানে এসেছি। আমার রাজনৈতিক পরিচিতি এখানে বড় কথা নয়।” সাবিরুলের অভিযোগ, ছাত্রীদের দিয়েই ক্লাস করানো হচ্ছে। শিক্ষিকারা কাজ করছেন না। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “যদি শিক্ষিকাদের উপস্থিতিতে কোনও উঁচু ক্লাসের ছাত্রী ক্লাস নেন এবং পুরো বিষয়টিতে নজরদারি চালানো হয় সেক্ষেত্রে সমস্যা কোথায়!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *