West Bengal Trending News: শরীরে ‘কিছু’ নেই, স্ত্রীকে অস্বীকার স্বামীর! ঘরে ফিরতে ধরনায় যুবতী – wife sit on dharna to get back to in laws house


West Bengal Local News বিবাহিত জীবনে ভিলেন নাকি ওজন। বউ নাকি অতিরিক্ত রোগা এই অজুহাতে বাপের বাড়ি থেকে নিত্য টাকা নিয়ে আসার জন্য চলত শারীরিক ও মানসিক অত্যাচার। আরও অভিযোগ টাকা দিতে না পারায় অতিরিক্ত রোগা বলে বউকে নাকি বাপের বাড়িতে ফিরিয়ে দিয়েছেন স্বামী। এবার অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় ওই গৃহবধূ। সঙ্গে সামিল তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চকবাহাদুর গ্রামে।

মঙ্গলবার সকাল থেকে শ্বশুর বাড়ির সামনে এসে ধরনায় বসেছেন গৃহবধূ। স্ত্রীর মর্যাদা ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে রেজিস্ট্রি ম্যারেজ এর কাগজ ও প্ল্যাকার্ড নিয়ে ধরনা অসহায় তরুণীর। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর বাপের বাড়ির লোকজনও। অভিযোগ, ধরনার পর ওই গৃহবধূর শ্বশুর তাঁকে বাড়িতে ঢুকতে দিতে নারাজ। বরের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে এসে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।

Malda News : ‘প্রেমদিবসে’ রক্তাক্ত মালদা! পণের টাকা ফেরত চাওয়ায় স্ত্রীয়ের মুখে ছুরির কোপ স্বামীর

গৃহবধূর নাম অঙ্কিতা মাইতি। তাদের বাড়ি খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রগরা বসন্তপুর এলাকায়। তিনি জানান, প্রায় গত দেড় আগে তাঁর বিয়ে হয়। তখনও সে রোগা ছিল। কিন্তু, রোগা হওয়া নিয়ে বিয়ের পর থেকেই মাঝে মধ্যেই অশান্তি করত স্বামী। শেষে অবস্থা এমন দাঁড়ায় যে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তার পর থেকে আর শ্বশুর বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আজকে এসে শ্বশুরকে প্রণাম করতে গেলে পা সরিয়ে নেন। অন্যদিকে শাশুড়ি কথা বলেননি বলে অভিযোগ। তবে শ্বশুর জানিয়ে দেয়, ”বাড়িতে এখন ছেলে নেই। ছেলে বাড়ি এলে ঠিক করবে। তাই বাড়িতে ঢোকা যাবে না এখন।”

Purulia News : ‘প্রেম দিবস’-এ স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ গৃহবধূর, শোরগোল পুরুলিয়ায়

অন্যদিকে, মেয়েটির বাবা দেবাশীষ মাইতির অভিযোগ, বিয়ের পর থেকে মেয়ের উপর শারীরিক, মানসিক অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকেরা। মাঝে মধ্যেই টাকা চেয়ে পাঠাত, সামর্থ্য অনুযায়ী দিতাম। তবে ১০ লাখ টাকা চাওয়ায় তা দিতে অপারগ থাকায় মেয়ের উপর অত্যাচার বাড়তে থাকে। তাকে বাড়ি নিয়ে আসার পর থেকে আর ঢুকতে দেয়নি।

Dakshin Dinajpur : কুমারগঞ্জে কীটনাশক খেয়ে মৃত্যু নাবালিকা বধূর! প্রশাসনের নজর এড়িয়ে কী ভাবে বিয়ে? প্রশ্ন

মেয়েটির বাবার অভিযোগ, পুলিশকে জানানো সত্বেও কোন সুরাহা হয়নি। স্থানীয় পঞ্চায়েত নেতৃত্বকে জানানো হয়েছিল। কিন্তু, সুরাহা না হওয়ায় মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ফিরতে চেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। মেয়েকে তাঁর মর্যাদা ফিরিয়ে দিতে তাঁর সঙ্গে এসেছেন বাকিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *