Bardhaman News : দামোদরের চর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ – bardhaman damodar river a man body recovered police started investigation


West Bengal News : দামোদর নদীর চর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির পচা, গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় কি? কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির? কী করেই বা নদীর মাঝে বালির চরে এলো দেহ, তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ (Burdwan Police Station)।

Siliguri News : বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মিলল ক্ষত বিক্ষত দেহ, খুনের অভিযোগ পরিবারের
মাঝনদীর বালির চর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামনা এলাকায়। আনুমানিক বছর পঞ্চাশের ওই ব্যক্তির দেহ প্রথমে দেখতে পান দামোদরে মাছ ধরতে যাওয়া মৎসজীবীরা।।

Dakshin 24 Pargana : বারুইপুরে অটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
তারাই স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান থানার পুলিশ।
BJP West Bengal : বাড়ির অদূরেই BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যমৃত্যু ঘিরে বালুরঘাটে শুরু তরজা
ওই ব্যক্তিকে খুন করার পরই দেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক বছর পঞ্চাশের ওই ব্যক্তির পরনে ছিল কার্গো প্যান্ট, গেঞ্জি ও কিটো জুতো। তবে ব্যক্তির পরিচয় সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলতে পারেননি স্থানীয় বাসিন্দারা।

Hooghly Shootout : ফের শ্যুটআউট, জিটি রোডে স্করপিও থেকে নামিয়ে ব্যক্তিকে পরপর গুলি
বাইরে থেকে ওই ব্যক্তিকে হত্যা করে নদীর চরে ফেলে দেওয়া হয়েছে বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য দাস বলেন, “দেহটি ফুলে গিয়েছিল। আগে মেরে এখানে ফেলে দিয়েছে বলেই মনে হল। পুরুষ মানুষের দেহ এটা বোঝা গিয়েছে। মাথার পিছনে একটি আঘাতের চিহ্ন ছিল বলে মনে হল।”

East Medinipur News : গভীর রাতে পুলিশি অভিযানে ভেস্তে গেল পাচার, কাঁথিতে বিপুল গাঁজাসহ গ্রেফতার ২
এর আগেও ওই অঞ্চলে একটি মহিলার দেহ উদ্ধার হয়। বারংবার এরকমভাবে দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন আরও বেশি করে নজর দিক বলে আর্জি স্থানীয় বাসিন্দাদের।

Bangladesh Crime News: দ্বিতীয় স্বামীর সঙ্গে হাত মিলিয়ে তৃতীয় স্বামীকে খুন! ৩ বছর পর গ্রেফতার স্ত্রী
প্রসঙ্গত, মাস ছয়েক আগে দামোদর নদের জল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের বড়শুল এলাকায়। মৃত ছাত্রের নাম আবিদ হোসেন(১৪)। বর্ধমান সি এম এস স্কুলের নবম শ্রেণীতে পাঠরত ছিল ওই ছাত্র।

Haryana Incident : হরিয়ানায় গোরু পাচারকারী সন্দেহ ২ ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় বজরং দল
ছাত্রের বাড়ি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। চার বন্ধু মিলে বাইক নিয়ে দামোদরের শম্ভুপুর এলাকায় ঘুরতে যায়। তারপর থেকে আবিদ আর বাড়ি ফেরেনি। নিখোঁজ ছেলের সন্ধানে পুলিশের দ্বারস্থ হয় যুবকের পরিবার। পরে দামোদরের জল থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ। শক্তিগড় থানার পুলিশ দামোদরের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *