Dakshin 24 Pargana Crime : ‘পথের কাঁটা’ দুধের শিশুকে নৃশংসভাবে খুন! প্রেমিকের সঙ্গে সংসার পাততে ষড়যন্ত্র মায়ের? – child body found from dakshin 24 pargana kultali police suspects mother


West Bengal Local news: দক্ষিণ ২৪ পরগণার (Dakshin 24 Pargana) কুলতলিতে এক নৃশংস শিশু হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল একরত্তি, সেই কারণে তাঁকে নৃশংসভাবে খুন করার অভিযোগ মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কুলতুলি ব্লকের কুন্দখালি গ্রামে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে চার বছরের শিশুর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়ে গ্রামবাসীদের সন্দেহ হয়৷ শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। সঙ্গে সঙ্গে এ্লাকাবাসীদের তরফে পুলিশে খবর দেওয়া হয়।

Dakshin 24 Pargana : বারুইপুরে অটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। নিহত শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিলার প্রেমিক পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা গিয়েছে, তোয়েব আলি পিয়াদার সঙ্গে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় মাফুজা পিয়াদার ৷ তাঁদের চার বছরের সন্তানের নাম মহারূপ। সংসারে চরম আর্থিক অনটন, সেই কারণে কাজের জন্য কলকাতায় থাকেন তোয়েব। ছেলেকে নিয়ে কুলতলির ওই গ্রামেই থাকত মাফুজা।

Assam Murder Case : স্বামী-শাশুড়িকে খুন করে দেহাংশ ফ্রিজে! প্রেমিককে নিয়ে জোড়া খুন বধূর?
দীর্ঘদিন বাড়িতে স্বামী না থাকায় প্রতিবেশী যুবক আবুল হাসানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় মাফুজার। তোয়েবের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রায় মাফুজার বাড়িতে আবুল। তাঁদের সম্পর্কের বিষয়টি গ্রামেও জানাজানি হয়ে যায়। দু’জনের অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার শুরুর স্বপ্ন দেখতে শুরু করে।

সবই ঠিক ছিল, কিন্তু পথের কাঁটা হয়ে যায় ওই ছোট্ট ছেলে। সে কোনওভাবে তাঁর মা’কে ছেড়ে থাকতে পারবে না। সেই কারণে প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুনের ছক কষে মাফুজা। ছেলের খুন চোখের সামনে দেখতে পারবে না বলে ঘটনার সময় স্থানীয় দোকানে চলে যায় সে।

Dum Dum Murder Case : পরকীয়ার জের! প্রেমিকাকে আধমরা করে হাসপাতালে ভর্তি, মৃত্যু মহিলার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির হাত-পা ভেঙে, দুমড়ে মুচড়ে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার পর বাইকে তেল ভরানোর নাম করে সেখান পালায় আবুল। গ্রামবাসী ও পুলিশের কাছে ছেলেকে খুনের কথা স্বীকার করেছে মাফুজা।

এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার SDPO অতীশ বিশ্বাস বলেন, “শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছেলেটির দেহ উদ্ধার করা হয়েছে আজ তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। শিশুটির পরিবারের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *