Darjeeling Strike: মাধ্যমিক শুরুর দিনে পাহাড়ে বনধ স্থগিত , সাধারণ মানুষের স্বার্থেই প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানাল তামাংরা – gorkha janamukti morcha and hamro party withdraw strike on the day of madhyamik exam


Madhyamik Exam 2023 রাত পোহালেই মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বনধ স্থগিতের ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি। বুধবার সাংবাদিক বৈঠকে বনধের সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত জানান বিনয় তামাং (Binay Tamang) ও অজয় এডওয়ার্ডেরা (Ajay Edward)। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই বনধ প্রত্যাহারের ঘোষণা।

সাধারণ মানুষের স্বার্থে ও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে বনধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিনয় তামাংয়েরা। যদিও নিজেদের দাবি থেকে তারা সরছেন না, তাও জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি। বিধানসভায় বঙ্গভঙ্গবিরোধী প্রস্তাব পাশ হওয়ার পরই ক্ষুব্ধ জিটিএ সদস্যরা গোর্খাল্যান্ডের দাবিতে ২৩ ফেব্রুয়ারি বুধবার বনধের ডাক দিয়েছিলেন।

Mamata Banerjee: ‘বনধ করার চেষ্টা করলে কাউকে রেয়াত নয়’, তামাংদের বার্তা মমতার

পাহাড়ে বনধের খবর শুনেই সাংঘাতিক ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ির সভা থেকে তিনি তামাংদের নাম না করে হুঁশিয়ারি দেন। মাধ্যমিক পরীক্ষার দিন বনধের সিদ্ধান্তের কথা শুনেই মুখ্যমন্ত্রী কড়া ভাষায় সমালোচনা করেন। বনধ বিরোধী পলিসির কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ”আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।”

পর্যটন মরশুম শুরু আগেই ফের উত্তপ্ত পাহাড়। মাধ্যামিক শুরুর প্রথম দিনেই বনধের ডাক দেওয়া হয়েছিল শৈলশহরে (Darjeeling)। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হতেই ক্ষুব্ধ বিনয় তামাং ও অজয় এডয়ার্ডের গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি। এই প্রস্তাব পাশের প্রতিবাদে ও গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে মঙ্গলবার থেকেই দার্জিলিংয়ের গোর্খা রাঙা মঞ্চ ভবনে প্রতীকী অনশনে সামিল হয়েছেন জিটিএ-এর নয় নির্বাচিত সদস্য।

Mamata Banerjee : ‘আমরা করে দিলাম…বিজেপি ক্যা ক্যা করে চিল্লায়’, কোচবিহার বিমানবন্দর নিয়ে মন্তব্য মমতার

আগামীকাল শুরু মাধ্যমিক। পরীক্ষার প্রথম দিনেই ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিলেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা। এর জেরে ব্যাপক অসুবিধায় পড়তে পারেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। সেই দিকে লক্ষ্য রেখেই মঙ্গলবার বিকেল থেকে পাহাড়ে কড়া পুলিশি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু দার্জিলিঙেই ৯০০ পুলিশ মোতায়েনের পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু, সাধারণ মানুষ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে তামাংরা নিজেরাই আগামীকাল বনধের সিদ্ধান্ত প্রত্যাহার করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *