Dilip Ghosh : ‘শুধুই ভাঁওতাবাজি’, বকেয়া DA-নিয়ে ফের রাজ্যকে নিশানা দিলীপের – dilip ghosh said about da protest and tea workers from alipurduar


Alipurduar News : আলিপুরদুয়ারে চা বলয়ে পা দিয়েই রাজ্য সরকারকে একহাত নিয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়ালেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আলিপুরদুয়ারের (Alipurduar) বীরপাড়া থেকে এদিন চা শ্রমিকদের হয়ে দিলীপ বলেন, “রাজ্য সরকার চা শ্রমিকদের সঙ্গে রীতিমতো খেলা করছে। চা শ্রমিকরা এখানকার ভূমিপুত্র।

Dilip Ghosh : ‘পুলিশ এখন গুন্ডা বাঁচানোর কাজ করছে…’ নিশীথের ‘বাড়ি ঘেরাও’ ইস্যুতে মুখ খুললেন দিলীপ
তাঁদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ আমল থেকে এখানে রয়েছেন, কাজ করছেন। বিভিন্ন রাজ্য থেকে তাঁরা এখানে এসেছিলেন। চা বাগানের শ্রমিকদের যে জমি দেওয়া হচ্ছে খুব কম জমি দেওয়া হচ্ছে। মাত্র আধ ডেসিম্যাল জায়গায় কি হয়! কমপক্ষে এতটা জমি দেওয়া হোক যাতে শ্রমিকরা ঠিকমতো বসবাস করতে পারেন”।

Dilip Ghosh : ‘ধমক দিয়ে আর কতদিন…’, DA-র দাবিতে কর্মবিরতি নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনায় দিলীপ
এখানেই না থেমে দিলীপ আরও পারদ চড়িয়ে বলেন, “রাজ্য সরকার প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা মানুষদের এই রাজ্যের ভূমিপুত্র বানিয়ে দিচ্ছে। আর এদিকে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে রাজ্যে থাকা এই চা শ্রমিকরা থাকার জমি পাচ্ছেন না। এঁরা কিন্তু বিদেশ থেকে আসেননি, দেশেরই বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছেন। নিয়ম অনুযায়ী ৫০ বছরের বেশি কেউ এক জায়গায় বসবাস করলে সেই জায়গার ওপর একটা অধিকার জন্মে যায়”।

CPIM : পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা, কাঁথিতে TMC-BJP ছেড়ে CPIM-এ যোগদানের হিড়িক
বুধবার সকালে মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চৌপথি এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । বীরপাড়াতে গতকাল মঙ্গলবার রাতে এসে পৌছেছেন দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ।

Dilip Ghosh : ‘গ্রামে রাস্তা পৌঁছয়নি, মানুষ আমেরিকা পৌঁছে গিয়েছেন…’ রাস্তা সংস্কার নিয়ে কটাক্ষ দিলীপের
পথচলতি মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বিভিন্ন বিষয়ে সরব হন । দিলীপ মুখ খুলেছেন সাম্প্রতিক DA আন্দোলন নিয়েও।

Dilip Ghosh : ‘কোনও সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না…’, মমতার সভায় আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ দিলীপ!
এই বিষয়ে তিনি জানান, “DA না দিলে রাজ্য সরকারী কর্মচারীরা আন্দোলন করবেই এবং এটা ধীরে ধীরে উগ্ৰ আন্দোলনে রূপ নেবে। গোটা দেশের সব রাজ্যে কেন্দ্রীয় হারে DA দেওয়া হচ্ছে। আর আমাদের রাজ্যেই DA দেওয়ার নামগন্ধ নেই। শুধু ভাওতাবাজি ও প্রতিশ্রুতি চলছে।

Udayan Guha : BJP-তে যোগ উদয়নের ভাগ্নির! মামা বললেন, ‘যোগাযোগ নেই…’
এভাবে বেশিদিন চলতে পারে না। মমতা একটা সময় নিজে দেখিয়েছেন আন্দোলন কিভাবে করতে হয়। এবার রাজ্যের কর্মচারীরা তা দেখাবেন মমতাকেই”। দিলীপ এদিন কথা বলেন BJP-র সাংসদ মন্ত্রীদের বাড়ি ঘেরাও নিয়েও। এই বিষয়ে তিনি বলেন, “এটা করে তৃনমূল (Trinamool Congress) ভালো কাজ করছে না।

BJP Protest : ‘বিজেপির এলাকা’! থমকে রাস্তা মেরামতি, অভিযোগ তুলে NH অবরোধ কেশিয়াড়িতে
ঘেরাও আন্দোলন আমাদের নেতা কর্মীরাও করতে পারেন। এবার আমাদের কর্মীরা যদি অভিষেক বা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন, সেটা কি খুব ভালো দেখাবে! এভাবে একটা রাজ্য চলতে পারে না। তৃনমূল (Trinamool Congress) এভাবে নিজের কবর নিজেরাই খুঁড়ছে। দিদির দূত হিসেবে গিয়ে ওদের নেতারাই জনতার কাছে ঝাড় ও মার খাচ্ছেন”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *