মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আমাদের ক্যামেরায় ধরা দিলেন গৌরী খান (Gauri Khan)। কিং খান পত্নির গ্ল্যামার সব সময়েই সবার নজর কাড়ে। হামেশাই কাজের জন্য এদিক ওদিক যেতে দেখা যায় তাঁকে। ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে এবার দেখা গেল গর্জস ব্ল্যাক পোশাকে। চলুন এক নজরে দেখেনি সেই ছবি…