Kajal Sheikh : ‘খুন হয়ে যেতে পারি…’, দলীয় সভা থেকে বিস্ফোরক দাবি অনুব্রত বিরোধী কাজলের – birbhum trinamool congress leader kajal sheikh says he can be murdered anytime


West Bengal Local News: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর খুব বেশিদিন বাকি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সদ্য বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটিতে জায়গা পেয়েছেন অনুব্রত মণ্ডল বিরোধী নেতা কাজল শেখ। দলের মূলস্রোতে ফিরে আসার পর থেকে কাজলের মুখে একের পর এক বিস্ফোরক দাবি শোনা যাচ্ছে।

মঙ্গলবার প্রকাশ্য কর্মী সভায় নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেন নানুরের এই তৃণমূল নেতা। কাজলের এই মন্তব্য ঘিরে জেলা রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। মঙ্গলবার কাজল দাবি করেন যে কোনও মুহূর্তে তাঁর প্রাণ চলে যেতে পারে। তবে নির্দিষ্ট করে কারও নামে অভিযোগ করেননি কাজল।

Anubrata Mondal : গলায় মমতা-কেষ্টর ছবি, অনুব্রতর গাড়ি আটকে কথা বলার চেষ্টা আগন্তুকের! আদালত চত্বরে শোরগোল
পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটিতে কাজল শেখকে জায়গা দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর তারপরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য কাজল শেখের। কখনও তিনি কোর কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মুখ খুলছেন, কখনও আবার সদলবলে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন।

এর মাঝেই সোমবার নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতল গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাণ সংশয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন কাজল। সভামঞ্চ থেকে তিনি বলেন, “প্রত্যেকদিন বাড়ি থেকে বেরনোর আগে আমার ৮৪ বছর বয়সী মা আমার গালে কপালে চুমু খায়। তিনি ভাবেন, ছেলে হয়তো আর ঘরে ফিরে আসবে না। ঘরে বাইৎে সব জায়গায় আমার শত্রু এবং আমি জানি যে কোন মুহূর্তে আমার প্রাণ চলে যেতে পারে।”

Arjun Singh Exclusive Interview : ‘এক্সপেরিমেন্ট করা ভালো কিন্তু…’, সাক্ষাৎকারে বিস্ফোরক অর্জুন
কাজল শেখ আরও বলেন, “প্রাণ যায় যাক, কিন্তু আমি ভয় করি না। একমাত্র উপরওয়ালা ছাড়া জীবনে কোনওদিন কারও কাছে মাথা নত করিনি আর কখনও করবও না।” কাজলের এই বক্তব্যের পরই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

যদিও সভা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন। কাজল বলেন, “নিরাপত্তার অভাব আমি কখনই বোধ করি না কারণ আমার সঙ্গে মানুষ আছে। মা মাটি মানুষের নির্ভীক সৈনিকরা আমার সঙ্গে আছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভাড়া করে লোক নিয়ে এসে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে”

Anubrata Mondal : ‘ভালো নেই…’, জেল থেকে হাসপাতাল যাওয়ার পথে জানালেন অনুব্রত
কঙ্কালীতলায় দলের খারাপ ফলে নিয়ে মুখ খুলেছেন কাজল। তিনি বলেন, “আমাদের দলে যাঁরা নেতা ছিলেন বা আছেন তাঁদের সকলকে আমি শ্রদ্ধা করি। কিন্তু, এই এলাকার নেতারা হয়তো মানুষের সঙ্গে ঠিকভাবে মেশেনি, সেই কারণে ফল খারাপ হয়েছে।” বীরভূমের জেলবন্দি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলেও দাবি করেছেন কাজল। তিন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *