Kamli Soren : হাসপাতালে বেডের আকাল, মালদা মেডিক্যালের মেঝেতে ঠাঁই পদ্মশ্রী প্রাপ্ত কমলি সোরেনের – padmashree awardee social worker kamli soren admiitted to malda medical college hospital


West Bengal Local News: অসুস্থ হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কমলি সোরেন। সোমবার জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে দীর্ঘক্ষণ তাঁকে মেঝেতে বসিয়ে রাখা হয়। কমলিকে ভর্তির জন্য হাসপাতালে কোনও বেড খালি ছিল না বলেই তাঁকে বসে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।

দেশের অন্যতম সেরা নাগরিক সম্মান প্রাপ্ত কমলির হাসপাতালের মেঝেতে বসে থাকার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে ঝড় ওঠে। ছবি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে তড়িঘড়ি সিসিইউে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

কমলি ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সোমবার কমলিকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন সারারাত তাঁকে হাসপাতালের মেঝেতে শুইয়ে রাখা হয়। মঙ্গলবার সকালে ছবি ভাইরাল হতে চাপে পড়ে হাসপাতাল কর্তপক্ষ তাঁকে স্থানান্তরিত করেছে বলে অভিযোগ উঠেছে।

Malda Medical College : রোগীর মাথায় উঠে নাচছে ইঁদুর! মালদা মেডিক্যালের ভিডিয়ো ঘিরে তোলপাড়
কমলি জামাতা উজ্জ্বল হাঁসদা এই প্রসঙ্গে বলেন, “কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল। সর্দি, কাশি, জ্বর ও বুকে ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে বেড না থাকার কারণে মেঝেতেই তাঁর চিকিৎসা চলছিল। পরে তাঁরে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।”

কমলির মেয়ে এই প্রসঙ্গে বলেন, “শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কারণে হাসাপাতালে নিয়ে আসা হয়েছিল। বেড না থাকার কারণে তাঁকে হাসপাতালে মেঝেতে রেখে চিকিৎসা হয়। পরবর্তীকালে তাঁকে সিসিইউতে স্থানন্তরিত করা হয়েছে। আমার মা এখন ভালো রয়েছেন। চিকিৎসার কোনও অসুবিধা হয়নি।”

Birbhum News : বচসার জেরে ট্রেন থেকে ধাক্কা, নলহাটিতে ফেলে দেওয়া হল ত্রিপুরার যুবককে
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, “ওনার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চলেছে। চিকিৎসকরা ওনার চিকিৎসা করছেন। মেঝে থেকে ওনাকে সিসিইউতে ট্রান্সফার করা হয়েছে। বেডের সমস্যার কারণে প্রথমে মেঝেতে রাখা হয়েছিল। চিকিৎসায় কোনও গাফিলতি নেই। আমি নিজে ওনার সঙ্গে কথা বলে এসেছি।”

সমাজসেবার জন্য ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কমলি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাঁর একটি আশ্রম রয়েছে মালদাতে। এলাকার মানুষদের কাছে গুরুমা নামেই পরিচিত কমলি। এমন একজন মানুষের হাসাপাতালের মেঝেতে স্থান হওয়া কারণে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Raigunge News: সংঘর্ষে উত্তপ্ত গোয়ালপোখর, গুলিবিদ্ধ হয়ে মৃত ১, জখম মহিলা সহ ৩
সরকারি চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে বিরোধী দল বিজেপি জানিয়েছে, পদ্মশ্রী প্রাপক একজন মহিলার মেঝেতে ঠাঁই হওয়া গোটা দেশের কাছে লজ্জার। যদিও এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *